উচ্চ মাধ্যমিক পরীক্ষার নিয়মে এবার একাধিক বদল, নতুন নির্দেশিকা জারি করল WBCHSE

Published on:

Published on:

WBCHSE sets new exam rules

বাংলা হান্ট ডেস্কঃ চলতি বছর থেকে বড়সড় বদল আসতে চলেছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষাব্যবস্থায় (WBCHSE)। এবছর পরীক্ষাকেন্দ্র বদল থেকে শুরু করে ওএমআর শিটের জন্য তৈরি হয়েছে আলাদা নির্দেশিকা। এবছর প্রথম শিক্ষক ঘাটতির জেরে নতুনভাবে পরীক্ষার দায়িত্বে আনা হল প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের শিক্ষককেও। পরীক্ষার নিয়মে এমন নানা পরিবর্তন নিয়ে উঠছে প্রশ্ন।

বৃষ্টি মাথায় রেখে নতুন নিয়ম এবছরই প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা বছরে দু’বার, তৃতীয় সেমেস্টার শুরু হচ্ছে ৮ সেপ্টেম্বর থেকে। এই সময় বাংলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে বলেই বদল আনা হয়েছে বহু নিয়মে। এখন থেকে পরীক্ষা কেন্দ্র হতে হবে এমন এলাকায় যেখানকার বন্যার ইতিহাস নেই। প্রয়োজন হলে পরীক্ষা শুরুর আগে কেন্দ্র বদল করতেও বলেছে শিক্ষা সংসদ (WBCHSE)।

প্রশ্ন উঠছে শিক্ষক ঘাটতি নিয়ে

শিক্ষক ঘাটতি থাকলে এ বছর প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের স্থায়ী শিক্ষকরাও ইনভিজিলেটরের কাজ করবেন। এই সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ অনেক শিক্ষকের। এক শিক্ষক সংগঠনের নেতা বলছেন, শুধু স্কুলের ঘাড়ে দায় চাপিয়ে দেওয়া ঠিক নয়। প্রশাসনের সক্রিয় ভূমিকাও দরকার।

এবছর প্রথম  তৃতীয় সেউচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে ওএমআর শিটে (OMR Sheet)। তাই প্রশ্নপত্র ভিজে যাওয়া এড়াতে রেল নয়, গাড়িতে উত্তরপত্র পাঠাতে হবে ক্যাম্প অফিসে। তৃতীয় সেমিস্টারের পরীক্ষার সময় যেহেতু ১ ঘণ্টা ১৫ মিনিট, তাই পরীক্ষা চলাকালীন কেউ শৌচালয়ে যেতে পারবে না। এছাড়া এবার থেকে অ্যাডমিট কার্ডও পরীক্ষার্থীকে নিজে ডাউনলোড করতে হবে।

WBCHSE sets new exam rules

আরও পড়ুনঃ ১৫ অগস্টের পর চুপ নয়, ‘অলআউট’ লড়াইয়ে নামার ঘোষণা হুমায়ুন কবিরের

পরীক্ষার আচরণবিধিতেও বদল

আগে মোবাইল ধরা পড়লে পুরো পরীক্ষা বাতিল হত। এবার থেকে কোন পরীক্ষার্থীর খারাপ ব্যবহারের কারণেও তার পরীক্ষা বাতিল হতে পারে বলে উল্লেখ কড়া হয়েছে নতুন নিয়মবিধিতে।