উচ্চ মাধ্যমিকের পড়ুয়াদের বড় স্বস্তি! নয়া সিদ্ধান্ত নিল শিক্ষা সংসদ

Published on:

Published on:

WBCHSE students will get an extra 10 minutes after receiving their hs exam papers
Follow

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছর থেকে উচ্চ মাধ্যমিক (WBCHSE) পরীক্ষা শুরু হয়েছে সেমিস্টার ভিত্তিকে। আর এবার সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে আসতে চলেছে রদবদল। জানা যায় তৃতীয় ও চতুর্থ সেমিস্টার সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়ে ছাড় দেবে কর্তৃপক্ষ। এমনটাই জানানো হয়েছে। এছাড়াও পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময়ের আগে শিক্ষার সংসদের তরফ থেকে দেওয়া হবে ওএমআর শিট ও প্রশ্নপত্র।। তবে এই সিদ্ধান্ত এখনো অব্দি নির্ভর করছে চূড়ান্ত অনুমতির উপরে। সেজন্য প্রস্তাব পাঠানো হয়েছে বিকাশ ভবনে।

উচ্চ মাধ্যমিকে প্রশ্নপত্র হাতে পাওয়ার পর ছাত্রছাত্রীরা পাবে বাড়তি ১০ মিনিট (WBCHSE)

কিছুদিন আগে শেষ হয়েছে উচ্চমাধ্যমিকের (WBCHSE) তৃতীয় সেমিস্টার। সেখানে বেশ কিছু বিষয় পরীক্ষা দিতে গিয়ে সময়ের অভাব হচ্ছে বলে মনে করেছে ছাত্র-ছাত্রীরা। পাশাপাশি বহু পড়ুয়া অভিযোগ করেছে, হিসাব শাস্ত্র, রসায়ন ও অংকের মতন পরীক্ষার সমস্যা সম্মুখীন হতে হয়েছিল তাদের। পাশাপাশি দাবি উঠেছিল বেশ কিছুটা অতিরিক্ত সময় দেওয়ার। আর সেই দাবি মেনে দশ মিনিট অতিরিক্ত সময় বেশি দেওয়া হবে পরীক্ষায় এমনই ব্যবস্থা করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

WBCHSE students will get an extra 10 minutes after receiving their hs exam papers

আরও পড়ুন: ধোঁয়াশার চাদরে মোড়া কলকাতা! AQI দিল্লিকে ছাড়িয়ে বিপদের মুখে শহরবাসী

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে উচ্চমাধ্যমিকের চতুর্থ সেমিস্টার হবে। এই পরীক্ষায় বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে। এবং এই পরীক্ষা শুরু হবে সকাল ১০ টায়। শেষ হবে দুপুর ১২:০০ টায়। কিন্তু পরীক্ষা শুরু হওয়ার ১০ মিনিট আগে অর্থাৎ ৯:৫০ মিনিটেই প্রশ্নপত্র হাতে পেয়ে যাবেন পরীক্ষার্থীরা।

এই বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য জানান,”পরীক্ষার সময় নির্দিষ্ট রেখে ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে প্রশ্নপত্র দেওয়া হবে ১০ মিনিট আগে। যাতে প্রশ্ন পড়ে উত্তর দেওয়ার সময় পায় পড়ুয়ারা।”

তাছাড়াও নিয়ম অনুযায়ী, যেইদিন উচ্চমাধ্যমিকের (WBCHSE) চতুর্থ সেমিস্টারের পরীক্ষা হবে সেই দিন দ্বিতীয় ভাগে তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হবে। যেই পরীক্ষাটি হবে ওএমআরশিটে। এবং এই পরীক্ষা শুরু হবে দুপুর ১টা থেকে। যা শেষ হবে ২:১৫ মিনিটে। আর এই পরীক্ষাতেও ১০ মিনিট আগে প্রশ্নপত্র দেওয়া হবে পরীক্ষার্থীদের।