বাংলা হান্ট ডেস্কঃ ডাব্লুবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (WBCS Exam) কি আদৌ ডিসেম্বরে হবে? কলকাতা হাইকোর্টের ওবিসি শংসাপত্র সম্বন্ধিত রায়ের ফলে দেখা দিয়েছে জটিলতা। আদৌ ১৫ ডিসেম্বর ডাব্লুবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। পিএসসি সূত্রে জানা যাচ্ছে, এই পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি।
পিছিয়ে যাচ্ছে ডাব্লুবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (WBCS Exam)?
পিএসসি এক্স্যাম ক্যালেন্ডার অনুযায়ী, ডাব্লুবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা ছিল ১৫ ডিসেম্বর। নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ শুরু হয়ে গেলেও, এখনও অবধি এই বিষয়ক নিয়োগের কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। পিএসসি সূত্রে জানা যাচ্ছে, ওবিসি শংসাপত্র নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) রায়ের ফলেই বিজ্ঞাপন প্রকাশ আটকে রয়েছে।
চলতি বছর মে মাসে ২০১০ সালের পর থেকে রাজ্যের ইস্যু করা সকল ওবিসি শংসাপত্র (OBC Certificate) বাতিলের রায় দেয় হাইকোর্ট। ইতিমধ্যেই এই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। বর্তমানে এই মামলা শীর্ষ আদালতে বিচারাধীন। ফলে চলতি বছর ডাব্লুবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আদৌ নির্ধারিত দিনে হবে কিনা তা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে।
আরও পড়ুনঃ ছাত্রছাত্রীদের জন্য সুখবর! অ্যাকাউন্টে ঢুকবে ৫০০০ টাকা! দুর্দান্ত উদ্যোগ রাজ্য সরকারের
জানা যাচ্ছে, এই জটিলতা কাটানোর জন্য হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে আলাদা একটি মামলা করা হয়েছে। কীভাবে এই জটিলতা বেরনো যায়, সেই নিয়ে রাজ্যের তরফ থেকে সমাধান চাওয়া হয়েছে বলে খবর। ডাব্লুবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (WBCS Exam) সংক্রান্ত বিষয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফ থেকে পিএসসি চেয়ারম্যান মহুয়া বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। তবে তিনি কোনও মন্তব্য করতে চাননি।
এই প্রসঙ্গে পিএসসির (PSC) একজন কর্তা বলেন, ‘আমাদের আপাতত ধারণা, ওবিসি শংসাপত্র সম্বন্ধিত মামলা নিষ্পত্তি হওয়ার পরেই ২০২৪ সালের ডাব্লুবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে। একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে, ওই পরীক্ষা নির্ধারিত দিনে হচ্ছে না’। উল্লেখ্য, চলতি বছর জুন মাসে ডাব্লুবিসিএস প্রিলিমিনারি, মেন সহ মিসলেনিয়াস, ক্লার্কশিপের মতো বেশ কিছু পরীক্ষার সম্ভাব্য দিনক্ষণ প্রকাশ করা হয়েছিল।
নভেম্বর মাসের ১৬ ও ১৭ তারিখ ক্লার্কশিপের পরীক্ষা আছে। আগামী ১৫ ডিসেম্বর রয়েছে ডাব্লুবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (WBCS Exam)। পিএসসির একজন কর্তা এই বিষয়ে বলেন, ‘হাইকোর্টের রায়ে নতুন চাকরির বিজ্ঞাপন বন্ধ আছে। কারণে যদি বিজ্ঞাপন দিতে যাওয়া হয়, তাহলে সেই বিষয়টি নিয়েও তো কিছু উল্লেখ করতে হয়। তবে ইতিমধ্যেই যে সকল পরীক্ষা বিজ্ঞাপন বেরিয়ে গিয়েছে, সেগুলির ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। ইতিমধ্যেই ডাব্লুবিসিএস ২০২৩ মেনস পরীক্ষা হয়ে গিয়েছে। আগামী সপ্তাহে ক্লার্কশিপ পরীক্ষাতেও কোনও বাধা নেই’।