বাংলাহান্ট ডেস্ক : রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ (WBJEE Result) নিয়ে অবশেষে এল বড় আপডেট। অবশেষে প্রকাশ করা হল ফলাফল প্রকাশের দিনক্ষণ। আজ দুপুরেই WBJEEB এর অফিসে সাংবাদিক বৈঠকে ফলপ্রকাশের দিনক্ষণ ঘোষণা করা হল। তবে ওবিসি জটের জেরে বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছে।
জয়েন্টের ফলাফলের (WBJEE Result) দিনক্ষণ ঘোষণা হল
রাজ্য উচ্চশিক্ষা দফতরের তরফে সবুজ সংকেত দেওয়া হয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে। বুধবারই নির্দেশিকা জারি করে জানানো হয়, বৃহস্পতিবার দুপুর ২ টো নাগাদ সল্টলেকের রূপান্নয় একটি সাংবাদিক বৈঠক হতে চলেছে। সেখানেই ফলপ্রকাশের (WBJEE Result) নির্ঘন্ট ঘোষণা করা হবে বোর্ডের তরফে। সেই মতো এদিন রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারপার্সন সাংবাদিক বৈঠকে ঘোষণা করেন, আগামী ৭ ই অগাস্ট বেরোবে পরীক্ষার ফলাফল।
ফলাফল প্রকাশ্যে দীর্ঘ বিলম্ব: প্রসঙ্গত, এবার পরীক্ষার পর তিন মাস পেরিয়ে গেলেও প্রকাশ হয়নি ফলাফল (WBJEE Result)। গত ২৭ শে এপ্রিল হয়েছিল পরীক্ষা। ফলপ্রকাশে এত দেরি হওয়ায় আইনি বিতর্কেও জড়িয়েছিল বোর্ড। বেশ কয়েকজন কলকাতা হাইকোর্টে যান। আগামী ৭ ই অগাস্টের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছিল আদালতের তরফে।
আরও পড়ুন : রাত পোহালেই বদলে যাচ্ছে নিয়ম, ট্রেনে টিকিট বুক করতে হলে এবার বাধ্যতামূলক এই নথি
ওবিসি জটেই দেরি: রাজ্য এবং জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে রিপোর্ট চেয়ে পাঠায় বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ। যদিও বোর্ডের তরফে বলা হয়েছিল, ওবিসি সংরক্ষণ মামলার জেরেই আটকে রয়েছে ফলাফল (WBJEE Result)। চেয়ারম্যান জানিয়েছিলেন, গত ৫ ই জুন ফলাফল প্রকাশের প্রস্তুতি সেরে রাখা হয়েছিল। কিন্তু ওবিসি জটিলতার জেরে তা পিছিয়ে যায়। তবে এর মধ্যে আবার কলকাতা হাইকোর্টের রায়ের উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট। ফলত ফলাফল প্রকাশের রাস্তা পরিষ্কার হয় তারপর।
আরও পড়ুন : SIR আবহে TMC-র মহা কর্মযজ্ঞ, সর্বস্তরের নেতাদের নিয়ে অগাস্টে মেগা বৈঠক অভিষেকের
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল (WBJEE Result) দেখতে হলে প্রথমেই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.in কিংবা www.wbjeeb.nic.in এ যেতে হবে। হোমপেজেই থাকবে রেজাল্টের লিঙ্ক। তথ্য দিয়ে লগইন করলেই ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা।