Interview দিলেই সরাসরি চাকরি! রাজ্যে শুরু হচ্ছে Job Fair! কিভাবে অ্যাপ্লাই করবেন বেকাররা?

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের বেকার যুবক-যুবতীদের কথা চিন্তা করে শুরু হতে চলেছে চাকরি মেলা (Job Fair)। এই চাকরি মেলার মাধ্যমে চাকরি প্রার্থীরা পাবেন বিভিন্ন বেসরকারি সংস্থায় কাজের সন্ধান। জানা গেছে, সম্পূর্ণ বিনামূল্যে চাকরি মেলায় প্রবেশ করতে পারবেন প্রার্থীরা। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলা চাকরি মেলা সম্পর্কে বিশদে জেনে নেব আজকের প্রতিবেদনে।

শুরু হবে চাকরি মেলা (Job Fair)

মিলন উৎসব ২০২৫ উপলক্ষে চাকরি মেলার (Job Fair) আয়োজন করতে চলেছে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম (WBMDFC)। এই মেলায় অংশগ্রহণ করার জন্য অনলাইনে আবেদন জানাতে হবে প্রার্থীদের। গত ৯ ডিসেম্বর ২০২৪ থেকে শুরু হয়েছে চাকরি মেলার আবেদন পর্ব। আগামী ২০ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

Job Fair

জানা যাচ্ছে, ২ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে এই চাকরি মেলা। পার্ক সার্কাসের কাছে কলকাতা ময়দানে চাকরি মেলার আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম (WBMDFC)। রাজ্যের এই চাকরি মেলায় (Job Fair) অংশগ্রহণ করতে চলেছে ৩০টিরও বেশি বেসরকারি সংস্থা। 

আরোও পড়ুন : আর মাত্র কটা মাস! এক্কেবারে চেনা যাবে না Esplanade! ভেঙে দেওয়া হবে এই জনপ্রিয় মার্কেট

চাকরি প্রার্থীরা সংস্থার কাছে ইন্টারভিউ দিয়ে সরাসরি কাজের সুযোগ পেতে পারেন। ফ্রেশার এবং অভিজ্ঞ উভয়ই অংশগ্রহণ করতে পারেন চাকরি মেলায়। এমনকি প্রার্থীদের জন্য থাকছে  ওরিয়েন্টেশন সেশন এবং ওয়ার্কশপের ব্যবস্থাও। যেকোনো শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা অংশ নিতে পারেন এই মেলায়।

আরোও পড়ুন : বিরল নজির সৃষ্টি এই ভারতীয় ক্ষুদের, বিশ্বের প্রথম কার্বন-নিরপেক্ষ শিশু হলেন আদাভি! কেসটা কী?

চাকরি মেলায় অংশগ্রহণ করতে হলে অনলাইনে আবেদন জানাতে হবে প্রার্থীদের। অনলাইন আবেদনের জন্য ভিজিট করতে হবে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে গিয়ে ক্লিক করতে হবে “Application For Milan Utsav 2025 Events”-এ। তারপর বেছে নিতে হবে “Apply For Job Fair 2025” অপশনটি।

Job Fair India

প্রথমে মোবাইল নম্বর দিয়ে ওটিপির মাধ্যমে ভেরিফাই করে নিতে হবে। তারপর খুলে যাবে একটি আবেদন পত্রের পেজ। সেখানে নাম, ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদির তথ্য দিয়ে সাবমিট করে দিতে হবে। পাশাপাশি আপলোড করতে হবে বায়োডেটা। ভবিষ্যতের জন্য প্রিন্ট করে রাখতে পারেন আবেদনের রিসিভ কপি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর