বাংলা হান্ট ডেস্কঃ আর দিতে হবে না লম্বা লাইন। রাজ্যের গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাসকারী নাগরিকদের জন্য বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। এবার থেকে আর ইনকাম সার্টিফিকেট (Income certificate) বা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের (Residency certificate) জন্য পঞ্চায়েত অফিসে লাইন দিতে হবে না। ডিজিটাল সার্টিফিকেট এবার থেকে মিলবে অনলাইনেই। যা আপনি ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন।
ডিজিটাল ইনকাম সার্টিফিকেট তৈরির পদ্ধতি | Income certificate
বাড়িতে বসেই স্মার্টফোন ব্যবহার করে এখন থেকে মিলবে ইনকাম সার্টিফিকেট। মিলবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও। পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাসকারী নাগরিকরা রাজ্য সরকারের ‘WBPMS’ পোর্টালের মাধ্যমে এই সুবিধা নিতে পারবেন। এর জন্য কি কি নথি দরকার হবে দেখে নিন একনজরে।
১) রঙিন পাসপোর্ট সাইজ ছবি
২) ভোটার কার্ড
৩) আধার কার্ড
৪) পঞ্চায়েত মেম্বার ফরম্যাট
এই সমস্ত নথিপত্র স্ক্যান করে বা ছবি তুলে পোর্টালে আপলোড করতে হবে। উল্লেখ্য, ডকুমেন্টস আপলোড করার সময় ফাইলের সাইজ ঠিক রাখতে হবে। অনলাইনে সঠিক পদ্ধতিতে আবেদন করলে মাত্র ২৪ ঘন্টার মধ্যেই আপনি সার্টিফিকেট হাতে পেয়ে যেতে পারেন আবেদনকারী।
কিভাবে আবেদন করবেন?
‘WBPMS’ পোর্টালে গিয়ে ‘সিটিজেন কর্নার’ অপশনে যান। মোবাইল নম্বর দিয়ে ওটিপি ভেরিফিকেশন করে পোর্টালে লগইন করে নিতে হবে। এরপর নিজের জেলা, ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের নাম নির্বাচন করে নিতে হবে। সংসদের নম্বর উল্লেখ করা যেতে পারে। এরপর আবেদনকারীর নাম, অভিভাবকের নাম, এবং সম্পূর্ণ ঠিকানা দিয়ে ফর্ম পূরণ করে নিতে হবে।
এরপর কোন সার্টিফিকেট চাইছেন তা সিলেক্ট করে নিতে হবে। একে একে সমস্ত স্ক্যান করা নথিপত্র সঠিক জায়গায় আপলোড করে নিন। এরপর ‘সাবমিট’ বাটনে ক্লিক করুন। আবেদনপত্র জমা দেওয়ার পর অন্তত ২৪ ঘন্টা পর পুনরায় একই পদ্ধতিতে লগইন করে নিতে হবে। ‘অ্যাপ্লিকেশন স্ট্যাটাস’ অপশনে যেতে হবে।

আরও পড়ুন: ভ্রমণপিপাসুদের জন্য দারুণ খবর, শিলিগুড়ি থেকেই এক গাড়িতে দার্জিলিং ট্যুর
যদি আপনার আবেদনটি পঞ্চায়েত প্রধান বা আধিকারিক দ্বারা অনুমোদিত হয়, তাহলে সেখানে ‘Ready to Download’ অপশনে গিয়ে ক্লিক করে ডিজিটাল সই করা রঙিন সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন। এই ভাবেই বাড়িতে বসেই ডিজিটাল পরিসেবা নিতে পারবেন আপনি।












