বাংলাহান্ট ডেস্ক : লোকসভা নির্বাচনের প্রস্তুতি এখন তুঙ্গে। শাসক-বিরোধী দুই পক্ষই এখন ভোট ময়দানে সম্মুখ সমরে। তবে বিরোধীদের ভোট প্রচারে অন্যতম হাতিয়ার বেকারত্ব। বহু বিরোধী রাজনৈতিক দলগুলির বক্তব্য যে পশ্চিমবঙ্গে সঠিকভাবে হচ্ছে না কর্মসংস্থান। তাই বাধ্য হয়ে অনেক মেধাবী পড়ুয়া রাজ্য ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন।
তবে এই আবহে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড় সুখবর আনল সরকার। সরকারের পক্ষ থেকে প্রচুর সংখ্যক শূন্য পদে নিয়োগের ঘোষণা করা হয়েছে। প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে এই নিয়োগের জন্য। এবারে নিশ্চই আপনাদের কৌতুহল হচ্ছে এই পদগুলির সম্পর্কে জানতে? চলুন এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে আলোচনা করব এই প্রতিবেদনে।
আরোও পড়ুন : অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই মিলছে ব্যাঙ্কে চাকরি। প্রতিমাসে ১৬ হাজার টাকা বেতন
একটি বিজ্ঞপ্তি থেকে জানা গেছে একাধিক সরকারি পদে আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে আগামী ২২ এপ্রিল, ২০২৪ থেকে। ১৩ মে, ২০২৪ পর্যন্ত চলবে সেই আবেদন প্রক্রিয়া। অর্থাৎ যারা আবেদন করতে ইচ্ছুক তাদের কাছে কিন্তু বেশি সময় নেই। একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে। শ্রেণী হিসেবে ভাগ করে দেওয়া হয়েছে পদের সংখ্যা।
সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এক্সটেনশন অফিসার, সহকারী গবেষণা কর্মকর্তা, ফিশারি সুপারভাইজার এবং অন্যান্য পদগুলিতে ৮১ জনকে নিয়োগ করা হবে। সেই অনুযায়ী ভাগটি হল UR- ৩২, OBC “A”- ৮, OBC “B” -৫, SC – ১৬, ST- ৫, PwBD – ৬, EWS- ৮, MSP- ১। যারা আবেদন করতে ইচ্ছুক ও এই পদগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তারা ভিজিট করুন https://wbpsc.gov.in/- এ।