পরীক্ষার্থীদের অপেক্ষার অবসান? WBSSC গ্রুপ C ও D পরীক্ষা নিয়ে বড় আপডেট

Published on:

Published on:

WBSSC Exam major update when will the Group C and D exams be held
Follow

বাংলা হান্ট ডেস্ক: গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে, সুখবর। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (WBSSC Exam) গ্রুপ সি ও গ্রুপ ডি পদের নিয়োগের জন্য রাজ্যে সরকারি চাকরি প্রার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরেই এক চাপা উত্তেজনা রয়েছে। সম্প্রতি এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন পরিসংখ্যান ও পরীক্ষার সম্ভাব্য সময়সূচি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। আজকে প্রতিবেদনে সেই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানানো হল।

গ্রুপ C-D পরীক্ষা কবে? WBSSC-র তরফে এল বড় আপডেট (WBSSC Exam)

গ্রুপ সি ও গ্রুপ ডি পদের জন্য চোখে পড়ার মতন আবেদনপত্র জমা পড়েছে (WBSSC Exam) । এবং প্রাপ্ত তথ্য অনুযায়ী এই আবেদনের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১৬ লক্ষ। যার মধ্যে বিশেষ করে গ্রুপ সি পদের জন্য বেশি পরিমাণে আবেদনপত্র জমা পড়েছে। তবে অতীতের পরিসংখ্যানের সাথে তুলনা করলে দেখা যাচ্ছে চাকরির বাজারে এই প্রতিযোগিতায় কিছুটা ভাটাও পড়েছে।

WBSSC Exam major update when will the Group C and D exams be held

আরও পড়ুন: বেগুন অপছন্দ? শীতে বানান এই স্পেশাল পদ, খেতেই মন ভরে যাবে; রইল রেসিপি

এবার এক নজরে দেখে নিন মোট কত আবেদন পড়েছে:

* মোট আবেদন ১৬ লক্ষের বেশি পড়েছে ।

* ২০২৬ সালে যেখানে এই দুই পদের জন্য ১৮ লক্ষের বেশি আবেদন জমা পড়েছিল। সেখানে তা কমে এসে দাঁড়ায় ১৬ লক্ষ। অর্থাৎ গত কয়েক বছরে আবেদনের সংখ্যা প্রায় ২ লক্ষ কমেছে।

পরীক্ষা সম্ভবত তারিখ ও পরিবর্তনের কারণ: প্রাথমিকভাবে এই পরীক্ষাগুলি জানুয়ারি মাসের দিকে করা হয়। তবে বর্তমান পরিস্থিতির ওপর নজর রেখে তা কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষার্থীদের সংখ্যার কথা মাথায় রেখে স্কুল সার্ভিস কমিশন তাড়াহুড়ো না করে পর্যাপ্ত সময়ের নিয়ে এই পরীক্ষার প্রস্তুতি নিতে চাইছেন।

নতুন সময়সূচী: জানুয়ারি মাসের পরিবর্তে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের পর পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

পরীক্ষার ধরন: গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য আলাদা আলাদা দিনে বা শিফটে পৃথক পরীক্ষা নেওয়া হবে।

দেরির কারণ: ১৬ লক্ষ পরীক্ষার্থীর জন্য পর্যাপ্ত সংখ্যক পরীক্ষাকেন্দ্র জোগাড় করা এবং সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করা একটি বিশাল চ্যালেঞ্জ। তাই কমিশন ধীরস্থিরভাবে সম্পূর্ণ ব্যবস্থা নিশ্চিত করেই পরীক্ষার তারিখ ঘোষণা করতে চাইছে।

আবেদনের ফি এবং পরীক্ষার্থীদের প্রতিক্রিয়া: এই পরীক্ষা আবেদন করার জন্য পরীক্ষার চলাকালীন ফি নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। বিশেষ করে সাধারণ ওবিসি ক্যাটাগরি পরীক্ষার্থীদের সি এর পরিমাণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। তাই নীচে এই পরীক্ষার ফি’র একটি তালিকা দেওয়া হল।

WBSSC major update exam when will the Group C and D exams be held

বছর শেষ হতে আর বেশি দেরি নেই। যদিও পরীক্ষার তারিখ এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি এবং এটি একটি সম্ভাব্য সময়সূচী মাত্র। তবে মনে করা হচ্ছে ফেব্রুয়ারি মাসে এ পরীক্ষা হতে পারে। তাই এই সময় পরীক্ষার্থীদের জোর কদমে প্রস্তুতি চালিয়ে যাওয়া উচিত (WBSSC Exam)।