বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন দ্বিতীয় এসএলএসটি পরীক্ষার আবেদনকারীদের জন্য জারি করল নতুন বিজ্ঞপ্তি। ওবিসি (OBC) সংরক্ষণ ঘিরে হাইকোর্টের রায়কে ভিত্তি করেই ৪ জুলাই জারি হয় এই নতুন সংযোজন। মূলত ২৪ জুনের বিজ্ঞপ্তির পরিপূরক হিসেবে প্রকাশিত হয়েছে নতুন নির্দেশিকা।
কমিশনের (WBSSC) তরফে জানানো হয়েছে, ২০১০ সালের আগের যাঁরা ওবিসি (OBC) ক্যাটাগরির অন্তর্ভুক্ত, এবার থেকে তাঁরাও অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন। তবে আবেদন ও নিয়োগ সম্পূর্ণভাবে নির্ভর করবে সুপ্রিম কোর্টের চূড়ান্ত নির্দেশের উপর। হাইকোর্টের রায় ইতিমধ্যেই চ্যালেঞ্জ করেছে রাজ্য সরকার, ফলে চূড়ান্ত সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে।
ওবিসি (OBC) আবেদনকারীদের জন্য স্পষ্ট বার্তা কমিশনের
নতুন বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে ‘মূল ওবিসি’-দের (OBC)। কমিশনের বক্তব্য, আইনগত স্থিতি বিচারাধীন থাকলেও আবেদনপত্র গ্রহণে তাঁদের অন্তর্ভুক্ত করাই এখন প্রয়োজন। আবেদনকারীদের অনুরোধ করা হয়েছে, নিয়মিত কমিশনের অফিসিয়াল পোর্টাল দেখে যাবতীয় আপডেট জানার জন্য। সঙ্গে এটাও জানানো হয়েছে, আবেদনকারীদের যাতে সমস্ত শর্তাবলী ভালভাবে বুঝে তারপরেই আবেদন করেন। সুপ্রিম কোর্টের শুনানি এবং চূড়ান্ত আদেশ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া স্থির হবে।
আরও পড়ুনঃ ২৫% বকেয়া DA: এবার ত্রুটি সরকারি কর্মীদের, প্রভাব পড়বে মামলায়?
হাইকোর্টের রায় ঘিরে বাড়ছে দোলাচল
এ বছরের ২২ মে কলকাতা হাইকোর্টের (Calcutta Hight Court) দেওয়া রায় রাজ্য সরকার চ্যালেঞ্জ করায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। এখন সেই মামলার ওপরই নির্ভর করছে গোটা ওবিসি (OBC) আবেদন প্রক্রিয়ার ভবিষ্যৎ। আপাতত কমিশনের (WBSSC) এই পদক্ষেপ সাময়িক স্বস্তি দিলেও, বিষয়টি কতদূর যাবে, তা নিয়ে প্রশ্ন থাকছেই।