প্রার্থীকে পছন্দ না করলেও বিজেপির পাশে আছি, স্পষ্ট জানাল দাড়িভিটের মৃত ছাত্রের পরিবার

বাংলাহান্ট ডেস্কঃ বৃহস্পতিবার প্রার্থী তালিকা ঘোষণার সময় উত্তর দিনাজপুর (north dinajpur) জেলার প্রার্থীদের নাম ঘোষণা করে বিজেপি (bjp)। ইসলামপুর আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেও, ইটাহার ও করনদিঘি আসন বাদ রাখে বিজেপি। ইসলামপুর আসন থেকে স্থানীয় চিকিৎসক সৌম্যরুপ মণ্ডলকে প্রার্থী করলেই বিক্ষোভ শুরু হয়ে বিজেপি কর্মী সদস্যদের মধ্যে।

সৌম্যরুপ মণ্ডলকে পার্থী তালিকা থেকে বাদ দেওয়ার দাবিতে দাড়িভিট এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায় দলীয় সমর্থকরা। তাদের দাবি, সৌম্যরুপ মণ্ডল কারো সঙ্গে যোগাযোগ রাখে না। প্রার্থী বদল করতে হবে।

bjp flag salil bera

দাড়িভিট কাণ্ডে নিহত ছাত্র তাপস বর্মনের মা’ও এই প্রতিবাদে সামিল হয়েছিলেন। তাঁর অভিযোগ, ‘আমাদের সঙ্গে কোনরকম যোগাযোগ রাখেন না চিকিৎসক সৌম্যরুপ মণ্ডল। আমাদের ছেলের সমাধিস্থলে এসে শপথ নিয়ে তবে প্রচারে নামবেন বলে জানিয়েছেন উনি। কিন্তু আমরা বিজেপির সঙ্গে থাকলেও, প্রার্থী আমাদের পছন্দ নয়। তাই ওনাকে এই কাজ করতে দেব না। আমরা আমাদের এই প্রার্থী অপছন্দের বিষয়টা দেবশ্রী চৌধুরীকেও জানিয়েছি’।


Smita Hari

সম্পর্কিত খবর