বাংলা হান্ট ডেস্কঃ করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে নিজের দেশকে বাঁচানোর সাথে সাথে অন্য দেশগুলোর কাছে আশার আলো হয়ে উঠেছে ভারত (India)। আর এই সঙ্কটের সময়ে আমেরিকা সমেত বিশ্বের ৫৫ টি দেশে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন (Hydroxychloroquine) পাঠিয়ে ত্রাতা হয়েছে উঠেছে ভারত।
আর এই কারণে আফগানিস্তানের (Afghanistan) রাষ্ট্রপতি আশরাফ গানি (Ashraf Ghani) সাহায্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখ্য, ভারত (India) আফগানিস্তানকে খাদ্য সামগ্রী এবং ওষুধ পাঠিয়েছিল। আর এই সাহায্যের জন্য আশরাফ গানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন।
নিজের ট্যুইটে রাষ্ট্রপতি আশরাফ গানি লেখেন, ‘প্রিয় মিত্র নরেন্দ্র মোদী, আমাদের পাঁচ লক্ষ হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ, ১ লক্ষ প্যারাসিটামল ওষুধ আর ৭৫ হাজার ম্যাট্রিক টন গম পাঠানোর জন্য ধন্যবাদ। গমের প্রথম কিস্তি খুব শীঘ্রই আফগানিস্তানের মানুষের হাতে তুলে দেওয়া হবে।”
Thank you my friend Prime Minister @narendramodi , and thank you India for providing 500K tablets of hydroxychloroquine, 100K tablets of paracetamol, and 75,000 metric tons of wheat that the first consignment of it (5,000) will reach AFG in a day or so, for the Afghan people.
— Ashraf Ghani (@ashrafghani) April 20, 2020
নিজের দ্বিতীয় ট্যুইটে উনি লেখেন, ‘ভারতে উপলব্ধতা বেড়ে যাওয়ার পর উপকরণ সমেত অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পাঠানোর জন্য আমি পুনরায় ধন্যবাদ জানাই। Covid-19 এর মুশকিল সময়ে, বন্ধুদের সহযোগিতা আমাদের এই সঙ্কট থেকে লড়াই করার জন্য আর নিজের মানুষদের বাঁচানোর জন্য কার্যকর সিদ্ধ হবে।”
Thank you also for further commitments to supply more items including medicines and equipment as availability increases in India.
In the difficult times of #Covid19, closer cooperation between allies and friends will prepare us better to fight this menace and save our people.— Ashraf Ghani (@ashrafghani) April 20, 2020
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আফগানিস্তানের রাষ্ট্রপতির ট্যুইটে নিজের প্রতিক্রিয়া ব্যাক্ত করে লেখেন, ‘ভারত আর আফগানিস্তান খুব ভালো বন্ধু। যেমন ভাবে আমরা এক হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করি, সেরকমই করোনার বিরুদ্ধে আমরা এক হয়েই লড়ব।” উল্লেখ্য, ভারত এখন অনেক দেশে ওষুধ সমেত খাদ্য সামগ্রী পাঠিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারত ৫৫ টি দেশের তালিকা তৈরি করেছে, যাঁদের হাইড্রক্সিক্লোরোকুইন পাঠানো হবে। তবে, এর মধ্যে পাকিস্তানের নাম নেই।
India and Afghanistan share a special friendship, based on ties of history, geography, and culture.
For long, we have fought jointly against the scourge of terrorism. We will similarly combat COVID-19 together, with solidarity and shared resolve. @ashrafghani https://t.co/du6Rw0jvPV
— Narendra Modi (@narendramodi) April 20, 2020