বাংলা হান্ট ডেস্কঃ ভারত ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট নিয়ে বিতর্ক কম হয়নি। করোনার কারণে এই টেষ্ট বাতিল করার পর থেকেই মতবিরোধ তৈরি হয় ইসিবি এবং বিসিসিআইয়ের মধ্যে। প্রথম পর্বে ইসিবি তো এও দাবি করেছিল যে, যেহেতু ভারত এই ম্যাচ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে তাই জিতেছে তারাই। কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই সিদ্ধান্ত তারা আইসিসির উপর ছেড়ে দেয়।
সকলেই জানেন যে পঞ্চম টেস্ট হওয়ার আগেই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ভারতীয় দল। ইংল্যান্ড সফর প্রসঙ্গে এতদিন কোনও মুখ খোলেনি ভারতীয় ক্রিকেটাররা। এবার এই সিরিজের ফলাফল সম্পর্কে নিজের মতামত জানালেন ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মা। তিনি পরিষ্কার জানালেন তার মতে সিরিজ জিতেছে ভারতীয় দলই। এমনিতেও পঞ্চম টেস্ট হারলেও ভারতের সিরিজ হারার যে কোনও সম্ভাবনা ছিল না তা বলাই বাহুল্য।
এ প্রসঙ্গে একটি ইন্টারভিউ দিতে গিয়ে রোহিত বলেন, “আমি বিশ্বাস করি যে ভারতীয় দলই এই টেস্ট সিরিজের আসল বিজয়ী। তবে চূড়ান্ত ফলাফল এখনও আসেনি। এটি বিসিসিআই, আইসিসি এবং ইসিবি সিদ্ধান্ত নেবে। কিন্তু আমার মতে আমরা সিরিজ জিতেছি।” তিনি আরও জানান, চারটি টেস্টের উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া হবে কিনা নাকি শেষ টেস্ট আবারও খেলা হবে এবং তা পাঁচ ম্যাচের সিরিজ হিসেবেই ধরা হবে তা তিনি জানেন না। তবে তার মতে ভারতীয় দল বিজয়ী।
প্রসঙ্গত উল্লেখ্য, সিরিজ চলাকালীন প্রথমে হঠাৎই করোনা আক্রান্ত হয়ে পড়েন দলের কোচ রবি শাস্ত্রী এবং বেশ কিছু সাপোর্ট স্টাফ। শেষ পর্যন্ত ফিজিও যোগেশ পারমার আক্রান্ত হওয়ার পর ম্যানচেস্টার টেস্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ভারতীয় ক্রিকেটাররা। তারপর থেকেই চলে আসছে এই বিতর্ক। উল্লেখ্য, সিরিজে ভারতীয় হিসেবে সবথেকে বেশি রান পেয়েছিলেন রোহিত শর্মাই।