বাংলার দুর্নীতির বিরুদ্ধে চাই সার্জিক্যাল স্ট্রাইক, মমতা সরকারের কাছে আবেদন রাজ্যপাল ধনকরের

বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় (West bengal) ঘটে চলা দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে (Mamata Banerjee) আবেদন করলেন রাজ্যপাল জগদীপ ধনকর (Jagdeep Dhankhar)। বৃহস্পতিবার রাজ্যপাল এক ট্যুইট করে মুখ্যমন্ত্রীকে দুর্নীতির বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইকেরও ডাক দিতে বলেন।

বাংলার দুর্নীতি রুখতে সার্জিক্যাল স্ট্রাইকই একমাত্র ভরসা, তা জানালেন রাজ্যপাল। তিনি বললেন, রাজ্য সরকারের বেশ কয়েকটি বিভাগে বাড়তে থাকা দুর্নীতির ফলে মানুষের স্বার্থ উলঙ্ঘিত হচ্ছে। তাই মানুষের স্বার্থ রক্ষার্থে চাই সার্জিক্যাল স্ট্রাইক।

   

66dca90ef05b789493990921c95f994a Copy

রাজ্যপালের বক্তব্য হল রাজ্য সরকার প্রদত্ত দরপত্রগুলি সর্বদাই পছন্দের ঠিকাদারদের দেওয়া হয়। এই অভিযোগের উপর তাঁর কাছে বেশ কিছু প্রমাণ আছে, যার দ্বারা তিনি বলেছেন পছন্দের ঠিকাদারদেরই কেবলমাত্র সরকারী চুক্তি দেওয়া হচ্ছে। পাশাপাশি তিনি রাজ্যের জনপ্রতিনিধি ও প্রশাসনকে সতর্ক থাকার কথাও বলেছেন।

বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩৩৮ জন এবং মৃতের সংখ্যা হয়েছে ৪৩২। এই বিষয়ে রাজ্যপাল এক ট্যুইট করে বলেন, এবার থেকে করোনা মৃত মানুষদের সৎকার সম্মানের সঙ্গে এবং অন্তিম সংস্কার শ্মশানে গিয়ে পদ্ধতি মেনে করতে হবে। সেই কারণে স্বরাষ্ট্র সচিবের কাছেও আবেদন করেছেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর