‘লুঙ্গিবাহিনীকে ভারত থেকে বিতাড়িত করবই’, বিতর্কিত মন্তব্য সায়ন্তন বসুর

 বাংলা হান্ট ডেস্কঃ  দিলীপ ঘোষের পর এবার আরেক বিজেপি নেতা বিতর্কে জড়ালেন। দুর্গাপুরের শ্যামপুর কলোনি স্কুলের মাঠে জনসভা করতে গিয়ে সেখান থেকে বলেন, ‘হিন্দু বাঙালি ও উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু লুঙ্গিবাহিনী ভারত থেকে বিতাড়িত করবই।’

sayantan basu 12

আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে , এনআরসি-সিএএ হলে তিনিও নাকি ভালো থাকবেন । তাঁর চোখের সামনে হিন্দু বাঙালিদের নাগরিকত্ব দেওয়া হবে। ওপার বাংলা থেকে হিন্দু হওয়ার কারণে বিতাড়িত হয়ে এ দেশে আশ্রয় নিয়েছেন যাঁরা, তাদের শুধু নাগরিকত্বই নয় চাকরি ও ব্যবসারও সুযোগ করে দেওয়া হবে বলে জানিয়েছেন সায়ন্তন বসু ।

প্রসঙ্গত, দিন কয়েক আগে বিদ্বজ্জনেদের উদ্দেশে খারাপ মন্তব্য করেছিলেন সায়ন্তন। ফের আবার এক হুমকি। এখানেই অবশ্য  থেমে থাকেননি সায়ন্তন। বলেন, ‘হিন্দু দেখলেই চেনা যায়, আমরা ওসব ঠিক চিনে নেব।’ এই সমস্ত কথার পরই ফের শুরু হয়েছে বিতর্ক। একজন দায়িত্বশীল নেতা কীভাবে এমন কথা বলতে পারেন, তা নিয়ে সমালোচনায় ঝড় উঠে গিয়েছে গোটী রাজনৈতিক মহলও।

কিছুদিন আগেই বিতর্কিত মন্তব্য করে সমালোচনার শিরোনামে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এনআরসি-সিএএ নিয়ে প্রতিবাদে টলিউডের কলকুশলীরা একটা ভিডিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়, কাগজ আমরা দেখাব না । সেই ভিডিও সাড়া ফেলতেই দিলীপ ঘোষ সব্যসাচী চক্রবর্তীকে ‘নিমকহারাম’ আক্রমণ করেন । দিলীপের পর বিতর্কের খাতায় নাম লেখালেন আরেক বিজেপি নেতা সায়ন্তন বসু।

 

 

 

 

 

 

 

 

 

সম্পর্কিত খবর