বাংলা হান্ট ডেস্কঃ বিতর্ক পাল্টা বিতর্ক! টলিউডের একঝাঁক কলাকুশলীদের কাগজ না দেখানোর মন্তব্যে সরব হলেন বিজেপির বুদ্ধিজীবীরা। আন্তর্জাতিক ফুটবলার ইন্দ্রাণী সরকার, বিশিষ্ট সমাজসেবী নিলাঞ্জনা রায়, বিখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অর্চনা মজুমদার সহ বেশ কিছু বিদ্দজনেরা সোশ্যাল মিডিয়ায় এর জবাব দিয়েছেন। কাগজ দেখানোর স্বপক্ষে মুখ খুললেন তাঁরা বললেন, কাগজ দেখানোর প্রসঙ্গ আসছে কোথা থেকে, আর তা যদি দেখাতে হয়, কাগজ যদি থাকে তবে তা দেখাতে অসুবিধা কোথায়, এমনটাই প্রশ্ন তুলেছেন বিজেপির বুদ্ধিজীবীরা । নিজেরাই আপত্তি তুলে তার প্রতিবাদ করাটা অবাঞ্ছনীয় বলে দাবি করেছেন সমাজসেবী নিলাঞ্জনা রায় । তিনি জানিয়েছেন, নাগরিকত্ব প্রাপ্তি দেশের মানুষের অধিকার, সরকার সেটি দিতে চাইছেন । তাতে কোনও বৈধ কাগজ পত্র দেখাতে হলে অসুবিধা কিসের?
বিখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ জানিয়েছেন, যাঁরা সত্যিকারের ভারতীয়, তাঁর তো নাগরিকত্ব চলে যাওয়ার প্রশ্ন নেই, প্রতিবেশী তিন রাষ্ট্র থেকে আসা শরাণার্থীদের জন্য এই আইন, তাতে কার কি অসুবিধা, এমন প্রতিক্রিয়া তাঁরও।
উল্লেখ্য, টলিউডের একঝাঁক কলাকুশলী স্বস্তিকা মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, রূপম ইসলাম, মনোরঞ্জন ব্যাপারি, ধৃতিমান চট্টোপাধ্যায়, কঙ্কনা সেনশর্মা, নন্দনা দেবসেন সহ অনেকে এই প্রতিবাদে সরব হন । প্রত্যেকের মুখে একটাই কথা ছিল, ‘কাগজ আমরা দেখাব না’ গত রবিবার থেকে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতে শুরু করেছে । সেই ভিডিওতে একের পর এক কমেন্ট, লাইক , শেয়ার আসতেই থাকে ।
এই ঘটনার প্রতিবাদে জবাব দিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি ওই পোস্টে শিল্পীদের আশ্বস্ত করতে লিখেছেন, ‘ধুর বাবা-কি মুশকিল! কাগজ কেউ চাইবে না!!! কীসের কাগজ? কেন চাইবে? আপনারা কি শরণার্থী? সিএএ জিনিসটা আসলে কী, সেটা বুঝতে হবে।’