‘চলবে না ভোট লুঠ, চাই শান্তিপূর্ণ নির্বাচন’, পুরভোট নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

বাংলাহান্ট ডেস্কঃ বেজে গিয়েছে কলকাতার পুরভোটের ঘণ্টা। আগামী ডিসেম্বর মাসে কলকাতায় হতে চলেছে পুরসভার নির্বাচন। লাগু হয়ে গিয়েছে আচরণবিধি। আর এরই মধ্যে নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। তবে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করার দিকে নজর রাখার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)।

পূর্বে পঞ্চায়েত ও পুরসভার নির্বাচনে তৃণমূলের নামে নানা সময়ে নানা অভিযোগ উঠতে দেখা গিয়ে। ছাপ্পা ভোট, ভোটদানে বাধা, ভোট লুঠ, মারামারি, খুনখারাপি কোন অভিযোগই বাদ যায়নি। বদনাম হয়েছে রাজ্য সরকারের। ফলে সেই বদনাম যাতে এবারেও না হয় সেইদিকে লক্ষ্য রাখতে বদ্ধ পরিকর তৃণমূল শিবির।

tmc flag

এবিষয়ে শুক্রবার দলের নির্বাচনী বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের বিরুদ্ধে যেন ভোট লুঠের অভিযোগ না করতে পারে বিরোধীরা। অতীতের অভিযোগের যেন এবারে আর পুনরাবৃত্তি না হয়। ত্রিপুরায় বিজেপি যেভাবে পুরভোট করেছে, সেরকমটা যেন আমাদের এখানে না হয়। আমাদের যেন ওদের মত মুখ না পোড়ে। ভোট লুঠ করে জিততে চাইনা আমরা, এটা সকলকে মাথায় রাখতে হবে। কোন খারাপ ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়’।

শুক্রবার আলিপুরের অফিসের বৈঠকে পুলিশ ও প্রশাসনের পদস্থ আধিকারিকরা, কলকাতা পুলিশের ৮ জন ডেপুটি কমিশনার উপস্থিত ছিলেন। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী সপ্তাহে কলকাতায় ১৬ টি বরো এলাকায় একজন করে নির্বাচনী পর্যবেক্ষক বা রাজ্য সরকারের একজিকিউটিভ ম্যাজিস্ট্রেট পর্যায়ের অফিসার নিয়োগ করতে হবে। প্রতিদিন বিকেল ৪ টের মধ্যে তাঁরা এলাকায় রিপোর্ট জমা দেবে। কলকাতায় অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে হবে।

Smita Hari

সম্পর্কিত খবর