বাংলাহান্ট ডেস্ক : বঙ্গোপসাগরে আবারও গভীর নিম্নচাপের সতর্কতা। রবিবার রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার দুপুরের পর থেকেই দাপট দেখাবে বৃষ্টি। নিম্নচাপের প্রভাবেই উত্তর ও দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টি বাড়তে চলেছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। শনিবার শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিকেলের পরই আবহাওয়া (Weather Update) পরিবর্তনের সম্ভাবনা। রবিবার বৃষ্টি বাড়বে বঙ্গে।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ২৭.৮° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২২.৩° সেলসিয়াস
আর্দ্রতা : ৮২%
বাতাস : ১১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮৩%
আজকের আবহাওয়া : সকালের দিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি। গতকাল শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। আলিপুরে বৃষ্টি হয়েছে ৪.5 মিলিমিটার।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গে দিনের তাপমাত্রা বেশি থাকায় জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাবে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। শনিবার বিকেলের পর থেকেই উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টি বেশ কিছুটা বাড়তে চলেছে। জানা যাচ্ছে, উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘণীভূত হচ্ছে। শনিবার দুপুরের পর এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলেই মনে করছে মৌসম ভবন। এটি পশ্চিমবঙ্গ ও উত্তর-পশ্চিম দিকে আরও শক্তিশালী হয়ে এগোবে।
দক্ষিণবঙ্গে রবিবার প্রবল বৃষ্টির সম্ভাবনা। শনিবার দুপুরের পর থেকেই আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সামান্য বাড়লেও তাপমাত্রা প্রায় একই থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিও কিছুটা বাড়তে পারে। বেলা বাড়লে আবহাওয়ার পরিবর্তন। দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে।
আগামীকালের আবহাওয়া : আগামীকাল প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা বাংলা। নিম্নচাপের জেরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিও দেখা যেতে পারে আগামীকাল সারাদিনই। এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।