নিম্নচাপের জেরে এবার পুজোতেও আপনার সঙ্গী হবে ছাতা! দক্ষিণবঙ্গের অনেক জেলায় দুর্যোগের সম্ভাবনা

বাংলাহান্ট ডেস্ক : অপেক্ষা আর মাত্র একটা দিনের। তারপরই মহাষষ্ঠী। গোটা বাংলা মেতে উঠবে পুজোর আনন্দে। গত কয়েক বছর দুর্গাপুজোর সময় অসুর হয়েছে বৃষ্টি। তাই এ বছরও পুজোর সময় বৃষ্টি সঙ্গী হতে চলেছে কিনা তাই নিয়ে প্রশ্ন ছিল অনেকের মনে। এমন অবস্থায় আবহাওয়া দপ্তর দিল বড় আপডেট।

হাওয়া অফিস জানাচ্ছে উত্তর-পশ্চিমের শীতল হাওয়া এ রাজ্যে ঢুকবে পঞ্চমী থেকে অষ্টমী পর্যন্ত। পশ্চিমের জেলাগুলিতে ধীরে ধীরে শীত অনুভূত হতে শুরু করবে। মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে ষষ্ঠীর দিন। এই নিম্নচাপের প্রভাবে নবমী ও দশমীর দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিশেষ করে উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরোও পড়ুন : এক চার্জেই ছুটবে ৬০ কিমি! বাজারে এল মাত্র ৩১ হাজার টাকার চমকপ্রদ ইলেকট্রিক স্কুটার

আবহাওয়া দপ্তর বলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে পুজোর কটা দিন থাকবে শুকনো আবহাওয়া। দক্ষিণবঙ্গেও শুকনো আবহাওয়ার সম্ভাবনা রয়েছে অষ্টমী পর্যন্ত। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দশমীতে। দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চতুর্থী থেকে ষষ্ঠী পর্যন্ত।

rain weather update latest

তবে শুকনো আবহাওয়া বজায় থাকবে উত্তরবঙ্গের অন্য জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে অষ্টমী পর্যন্ত রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও নবমী থেকে পরিবর্তন হতে শুরু করবে আকাশ। নবমী থেকে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আকাশের পূর্বাভাস রয়েছে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলিতে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর