বাংলা হান্ট ডেস্ক: এক পশলা ভারী বৃষ্টির পর রোদের দেখা মিললেও আকাশ আবারো ঢেকে গিয়েছে কালো মেঘে। গত তিনদিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতার বহু জায়গা। রীতিমতো জল জমে গিয়েছে কালীঘাট, ঠনঠনিয়া কালিবাড়ি, বেহালা, টালিগঞ্জ চত্বরে। গতকাল বৃষ্টি কমার পর বেশ খানিকটা ভিড় জমেছিল গরিয়াহাট ও ধর্মতলা চত্বরে। পুজোর কেনাকাটা মোটামুটি শেষ হলেও পুজোর সময় কি পরিস্থিতি থাকবে তা নিয়ে উদ্বেগ কলকাতাবাসী।
এই অবস্থায় আলিপুর আবহাওয়া দপ্তর আগামী ২৪ ঘন্টা ভারী বৃষ্টির পূর্বাভাস দিলেন। আবহাওয়া দফতর জানিয়েছে নিম্নচাপের প্রভাবে বাঁকুড়া, মুর্শিদাবাদ বীরভূম, পূর্ব বর্ধমানের অতি ভারী বৃষ্টি হবে। পুজোর মুখে বৃষ্টির এই ভ্রুকুটি কলকাতাবাসী শহর পুজো উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। পুজোর সময় কেমন থাকবে পরিস্থিতি এখন সেটাই দেখার বিষয়।