আবহাওয়ার খবর : ১৫০ কিলোমিটার প্রতিঘন্টায় এগিয়ে আসছে ভয়ংকর ঘূর্ণিঝড় ; জারি সতর্কতা

আবহাওয়ার খবর : আমেরিকায় ফের আছড়ে পড়তে চলেছে ভয়ংকর ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে বিটা। টেক্সাস ও লিউসেনিয়ায় আছড়ে পড়তে পারে এই বিধ্বংসী ঝড়টি। গতিবেগ হতে পারে ১৫০ কিলোমিটার।

images 2020 09 22T193723.227

ঝড়ের তান্ডবে ভয়ংকর ক্ষতি হওয়ার সম্ভাবনা মার্কিন মুলুকে৷ কিছুদিন আগেই এই অঞ্চলে আছড়ে পড়েছিল হ্যারিকেন লরা।

images 2020 09 22T193831.217

সমুদ্র উপকূল সংলগ্ন অঞ্চলে ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে মার্কিন প্রশাসন। সংশ্লিষ্ট মহলের ধারনা কমপক্ষে ১ কোটি মানুষ এই ঘূর্ণিঝড়ের ফলে ক্ষতিগ্রস্ত হবে।

am 2

ইতিমধ্যেই বহু মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে। আটলান্টিক মহাসাগরে ইতিমধ্যেই ভয়ংকর রূপ ধারণ করেছে ঘূর্ণিঝড় বিটা।

Cyclone Fani 01 05 2019

সমুদ্রের ঢেউ ৪ থেকে ৫ ফুট পর্যন্ত উঁচু হয়ে আছড়ে পড়ছে উপকূলে। সম্পূর্ণ এলাকার মানুষজন ও প্রশাসনকে সতর্ক থাকতে বলেছে আমেরিকার হ্যারিকেন সেন্টার।

 


সম্পর্কিত খবর