বাংলাহান্ট ডেস্কঃ আগামীকাল উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে আগামী কাল থেকে রাজ্যের কয়েকটি জেলায় আবহাওয়ার অবনতি হবে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর (weather office) । এক নজরে জেনে নিন আগামী কাল কেমন থাকবে আবহাওয়া
সকাল থেকেই কলকাতা (Kolkata) শহরে মেঘলা আকাশ বর্তমান ছিল। বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি হয়েছে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগামীকালও দক্ষিণ এর জেলা গুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
বাংলার উত্তরের ৫ জেলায় মূলত ভয়ংকর বৃষ্টির পূর্বাভাস রয়েছে । আগামী সোমবার পর্যন্ত (৩০ জুলাই) এই জেলাগুলিতে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণেও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি ও বজ্রপাত হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি দক্ষিণের আকাশে আজ বিক্ষিপ্তভাবে বজ্রপাতযুক্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় গতকালের ভয়াবহ বজ্রপাতে মৃত্যু হয়েছে কমপক্ষে ১১ জনের৷ আহত ৪ জন। গতকাল বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হাওড়া জেলায় বৃষ্টির সাথে ভয়াবহ বজ্রপাতের এই ঘটনা ঘটেছে। বাঁকুড়া ও পূর্ব বর্ধমান জেলায় ৫ জন করে এবং হাওড়ায় ১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সরকারি তথ্য। এর আগে ঝাড়গ্রামে হঠাৎই ধারাবাহিক বজ্রপাতে ৫ জন মারা যান, একই ঘটনায় আহত হন ২২ জন।