বাংলা হান্ট ডেস্ক: ডিসেম্বরের শেষ দিকে এসে হঠাৎ কমে গিয়েছে শীতের আমেজ। দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা বেড়েছে অনেকটাই। তাপমাত্রা ক্রমশ্য ঊর্ধ্বমুখী। আবহাওয়া অফিস সূত্রে খবর, এ বছর জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। বছর শুরুতেও একই রকম থাকবে তাপমাত্রা।
পৌষেই শীত হাওয়া হওয়ায় মন ভার দক্ষিণবঙ্গের মানুষের। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা সকালের দিকে কুয়াশায় আচ্ছন্ন থাকছে। তবে বেলা বাড়তেই উঁকি দিচ্ছে রোদ। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী বেশ কিছু দিন দক্ষিণবঙ্গে এই রকমই আবহাওয়া থাকবে।
আগামী পাঁচ দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আপাতত বেশ কিছুদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
আরও পড়ুন: আজকের রাশিফল ২৮ ডিসেম্বর, প্রতিটি কাজে সফল হবে এই চার রাশি
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে বাড়ছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের কোথাও আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বাংলাদেশ থাকা ঘূর্ণাবর্তের কারণে বেড়েছে পুবালী হাওয়ার দাপট। উত্তর-পশ্চিমী শীতল হাওয়ার প্রভাব বেশ খানিকটা কমেছে।
দক্ষিণবঙ্গে ফের কবে পড়বে, সেই বিষয় আপাতত অনিশ্চিত। বর্ষ শেষেও আর জাঁকিয়ে শীত পড়বে কি না, তা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। তবে দক্ষিণবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গে যথেষ্ট বহাল শীতের শীতের দাপট। আজ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে। তার প্রভাব পাড়তে পারে দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায়। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা একই রকম থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।