প্রবল বৃষ্টি উত্তরবঙ্গে, জারি লাল সতর্কতা, গুমোট গরমে কাহিল হবে দক্ষিণবঙ্গ: আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্ক : হিমালয়ের পাদদেশে অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা (Monsoon Trough)। যার জেরে উত্তরবঙ্গের (North Bengal) কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হচ্ছে। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে আবহাওয়া (Weather) দফতর। তবে এর মধ্যে এদিনের পাশাপাশি শুক্রবারে উত্তরবঙ্গের কোনও কোনও জায়গায় অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনার লাল সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর্দ্রতা জনিত গুমোট গরম চুড়ান্ত ভোগাবে দক্ষিণবঙ্গবাসীকে

একনজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ৩৫.১° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৯.৩° সেলসিয়াস
আর্দ্রতা : ৯৪%
বাতাস : ১১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৫৭%

আজকের আবহাওয়া : কলকাতায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। দু থকে এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিরও হওয়ার সম্ভাবনা রয়েছে। চুড়ান্ত অস্বস্তিকর আবহাওয়া সকাল আটটার পর থেকেই থাকবে। বাড়বে প্যাচপ্যাচে ঘাম। শহরে সকালের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেড়ে  ২৮.৫ ডিগ্রি হয়েছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেড়ে হয় ৩৫.৬ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৮৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।

উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া : আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে শুক্রবার জলপাইগুড়ি এবং কালিম্পং-এ ভারী থেকে অতিভারী এবং কোনও কোনও জায়গায় অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এই একই সময়ে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতায় জারি রয়েছে হলুদ সতর্কতা।

অপরদিকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই। দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প বেশি রয়েছে এবং তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি রয়েছে। আজ সারাদিনই আর্দ্রতা জনিত অস্বস্তি যথেষ্ট ভোগাবে দক্ষিণবঙ্গবাসীকে।

আগামীকালের আবহাওয়া : আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে ৩ ও ৪ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার ও রবিবার কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি থাকছে। শনিবারের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এদিন ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে।রবিবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। এদিনে দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


Sudipto

সম্পর্কিত খবর