বাংলাহান্ট ডেস্ক : উত্তরবঙ্গে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office)। রাজ্য থেকে বর্ষা বিদায়ের সময় উপস্থিত হলেও, কবে হবে তা এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছু বলতে পারেননি আবহাওয়াবিদরা। এই মুহুর্তে বঙ্গোপসাগরে একটি এবং তেলেঙ্গানার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার জেরেই পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায় থমকে গিয়েছে।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩১.৩°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২১.২° সেলসিয়াস
আর্দ্রতা : ৯০%
বাতাস : ১৪ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮২%
আজকের আবহাওয়া : কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি ও ২৬ ডিগ্রির মধ্যে। এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২.৭ এবং ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে ৮ অক্টোবর শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ৯ অক্টোবর রবিবার এবং ১০ অক্টোবর সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ওই সময় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কোথাও আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
আবহাওয়া দফতরের তরফে এদিন বিকেলে বলা হয়েছে, ৯ অক্টোবর রবিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত তাপমাত্রা হ্রাসের তেমন কোনও পূর্বাভাস নেই আবহাওয়া দফতরের তরফ থেকে।
আগামীকালের আবহাওয়া : ভারী বৃষ্টি হতে উত্তরবঙ্গে। তবে দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ৪৮ ঘন্টায় হালকা বৃষ্টি হতে উপকূলের জেলাগুলিতে।