আজকের আবহাওয়াঃ সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে নিম্নচাপ

বাংলাহান্ট ডেস্কঃ অন্ধ্রপ্রদেশের উপকূল বরাবর তৈরি হতে পারে নিম্নচাপ। আবহাওয়া দফতর (Weather office) জানাচ্ছে, আগামীকাল অর্থাৎ রবিবার পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা। ওড়িশা অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় নিম্নচাপের প্রভাবে শনিবার থেকেই বৃষ্টি বাড়ার সম্ভাবনা।

উত্তর পূর্ব এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী ৩-৪ দিন রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। সেইসঙ্গে আগামী কয়েক ঘণ্টার মধ্যে বাংলার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পূর্বাভাস। বিশেষত উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা।

thewall rain 1

আজকের তাপমাত্রা
আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকাল থেকেই শহরের আকাশে হালকা রোদেলা আবহাওয়া বিরাজ করছে। সেই সঙ্গে রয়েছে গুমোট ভাবও।

শনিবার সকালের দিকে বেশ কয়েকটি এলাকায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। কিন্তু রাতের দিকে মূলত আবছা আকাশ বিরাজ করবে। তবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, বাতাসে আদ্রতা জনিত অস্বস্তি বৃদ্ধি পাবে। ভ্যাপসা গরমে নাজেহাল হবে মানুষজন।

Rain 6

উত্তরবঙ্গের আকাশ
উত্তরবঙ্গে বৃষ্টিপাত জারী রয়েছে। এই বৃষ্টিপাত চলবে আগামী সোমবার অবধি, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির দেখা মিললেও, বাকী জেলাগুলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

দক্ষিণের পরিস্থিতিনবাংলার উত্তরের পাশাপাশি দক্ষিণেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস, তবে উত্তর অপেক্ষা দক্ষিণে তুলনামূলক কম বৃষ্টি দেখা দিতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু এলাকায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির আভাস থাকলেও, তাপমাত্রার পারদ কিন্তু চড়েই থাকবে।


Smita Hari

সম্পর্কিত খবর