বাংলাহান্ট ডেস্ক : বৃষ্টির দাপট চলছে শহরে। গত সপ্তাহের শেষ দিক থেকে বৃষ্টির আবহাওয়াকে (Weather) সাথে নিয়েই দিন কাটছে শহর কলকাতার (Kolkata Weather)। সোম, মঙ্গল দু’দিনই মোটামুটি বৃষ্টি হয়েছে শহরে। বুধবারে সকালেও আবহাওয়া একই রকম। ভোর রাত থেকেই কখনও ঝিরিঝিরি বৃষ্টি, কখনও আবার ঝোড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টিতে ভিজছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। আজ বুধবার সারাদিনই হালকা থেকে মাঝারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। তবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ থাকবে। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ২৮.১° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২২.৩° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৭%
বাতাস : ১৬ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৯৫%
আজকের আবহাওয়া : আজ ভোর থেকেই কলকাতায় শুরু হয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, সকালে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমে ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। বৃষ্টির দাপটে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা অনেকটা কমে হয়েছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ থাকবে ৯৫ শতাংশ। আলিপুরে গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১২ মিলিমিটার।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আজ কম হবে। তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। পাহাড়ের জেলাগুলি বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গে এই বৃষ্টির রেশ থাকবে বেশ কিছুদিন। দিঘার উপরে এখনও মৌসুমী অক্ষরেখা রয়েছে। মৌসুমী অক্ষরেখার বিস্তার রয়েছে উপকূলীয় সুন্দরবন পর্যন্ত । আজও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহের বাকি দিনগুলিতে এই পরিস্থিতির খুব একটা পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আগামীকালের আবহাওয়া : আগামী কয়েকদিন ভালোই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই। এর ফলে বৃষ্টির ঘাটতি বেশ কিছুটা কমবে বলেই অনুমান করছে আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাবে আগামী ৪৮ ঘন্টায়। বৃষ্টিপাতেরও খুব একটা সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।