আকাশে ঘন কালো মেঘ! একটু পরেই দক্ষিণবঙ্গের এই ৭ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, আবহাওয়ার আপডেট

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বিগত কয়েক দিন ধরে ‘মুড সুইং’ হচ্ছে আমাদের রাজ্যের আবহাওয়ার। কখনো ঝমঝমিয়ে বৃষ্টি, আবার কখনো কড়া রোদে দিনের বেলা রাস্তায় পথ চলা দায়। সকালবেলার দিকে বৃষ্টি হলেও গরম কিন্তু কমছে না। সারাদিন একটা অস্বস্তিকর ভ্যাপসা আবহাওয়া বিরাজ করছে দক্ষিণবঙ্গে।

আবার রাতের দিকে কখনো ঠান্ডা হচ্ছে আবহাওয়া। ভোরের দিকে গায়ে জড়াতে হচ্ছে হালকা চাদর। কিন্তু এমন অবস্থায় ফের একবার আবহাওয়া পরিবর্তনের কথা শোনাল হাওয়া অফিস। আর্দ্রতাজনিত অস্বস্তি বেশ কিছুদিন ধরে ভোগাচ্ছে দক্ষিণবঙ্গকে। মাঝেমধ্যেই বৃষ্টির দাপট, আবার কখনো তীব্র রোদ। গরম থেকে কিছুতেই মিলছে না নিস্তার। 

আরোও পড়ুন : বড়সড় কিছু হতে চলেছে আজ মধ্যরাতে! শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চরম হুঁশিয়ারি রাজ্যপালের

তবে হাওয়া অফিসের নতুন ভবিষ্যৎ বাণীতে কিছুটা হলেও স্বস্তি ফিরতে পারে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ বিকেল থেকে কিছুটা হলেও পরিবর্তন হতে পারে আবহাওয়া। বিকেল থেকে শহর ও শহরতলীতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আপনাদের যদি বিকেল বেলা কোথাও বেড়ানোর প্ল্যান থাকে তাহলে অবশ্যই সঙ্গে ছাতা বহন করুন।

আরোও পড়ুন : মোদির নামপ্লেটে বাদ ‘ইন্ডিয়া’, তবে কী ‘ভারত’ নামেই সরকারি স্বীকৃতি? ইঙ্গিত দিচ্ছে G20 সম্মেলন

ভ্যাপসা গরমের পর কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে আজ বিকেল থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে। বৃষ্টির সাথে বইতে পারে দমকা হাওয়া। এছাড়াও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে কিছু জায়গায়। অন্যদিকে, জানা যাচ্ছে ফের একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। এর ফলে নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এই ঘূর্ণাবর্তের অভিমুখ হতে পারে উড়িষ্যা উপকূল। সেই অঞ্চলে জারি করা হয়েছে তুমুল দুর্যোগের সর্তকতা। হাওয়া অফিস জানাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X