বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগের তুমুল বৃষ্টিতে বানভাসি হয়েছে গোটা বাংলা। একাধিক জেলায় অতি বৃষ্টির ফলে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতির। কিন্তু গত চার দিন ধরে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গত তিন-চার দিন ধরে রোদ ঝলমলে আকাশের দেখা পাচ্ছেন বাসিন্দারা।
আর কিছুদিন পরই শুরু হতে চলেছে দুর্গোৎসব। এই আবহে সব বাঙালিরই মনে প্রশ্ন যে বৃষ্টি কি হবে পুজোতে? দুদিন পরই মহালয়া। রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি। পুজো উপলক্ষে কেনাকাটাও অনেকের প্রায় শেষ। এমন পরিস্থিতিতে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যের বেশ কিছু জায়গা থেকে বিদায় নিতে শুরু করবে বর্ষা।
আরোও পড়ুন : নর্থ ইস্ট এক্সপ্রেসে দুর্ঘটনা কেন হল? নেপথ্যের আসল কারণ জানিয়ে দিল রেল
হাওয়া অফিসের এই পূর্বাভাসের ফলে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। আলিপুর আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার জানিয়েছে, রাজ্যের বিভিন্ন অংশে বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাই যেকোনো মুহূর্তেই বিদায় নিতে শুরু করবে বর্ষা। বর্ষা বিদায়ের পর্ব শুরু হবে পশ্চিমের জেলাগুলি থেকে।
আরোও পড়ুন : নিষিদ্ধ বিদেশে! তবুও ভারতে রমরমিয়ে ব্যবসা চলছে এই ৫টি জিনিসের, তালিকা দেখে চোখ কপালে উঠবে
চলতি সপ্তাহে পশ্চিমের জেলাগুলিতে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলাগুলিতে সামান্য মেঘলা আকাশ থাকলেও আগামী চার-পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলি রোদ ঝলমলে থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতা বাড়লে কিঞ্চিত গরম লাগতে পারে। বাতাসে জলীয় বাষ্প কিছুটা থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে দিনের বেলা।
উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। মাঝারি বৃষ্টিপাত হতে পারে কয়েকটি জায়গায়। তবে, মহালয়ার সময় বঙ্গবাসী কিঞ্চিৎ স্বস্তি ফেলতে পারবে বলেই আবহাওয়া দপ্তরের অনুমান।