হালকা ঠান্ডার আমেজ থাকলেও দেখা নেই শীতের! তাহলে কি শীতের এবার বিদায় নেওয়ার পালা? ওয়েদার রিপোর্ট

বাংলা হান্ট ডেস্ক : সকাল থেকেই কলকাতা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা। আজ সর্বনিম্ন তাপমাত্রা রবিবারের মতোই থাকবে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানিয়েছে বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয়ের কারণে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প হুহু করে ঢুকছে স্থলভাগে। আর তাই পৌষ সংক্রান্তিতেও ১৯ ডিগ্রির ওপরেই তাপমাত্রা।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ১৯.৮°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৫.৬° সেলসিয়াস
আর্দ্রতা : ৫৯%
বাতাস : ১০ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭৪%

আজকের আবহাওয়া : কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকালের দিকে কুয়াশায় ঢাকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। শনিবার এই তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। আজ আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ থাকতে পারে।

1606857649 02metsks weather2 5col Copy

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৭ জানুয়ারি মঙ্গলবারের মধ্যে পাহাড়ের তিনটি জেলা, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। পরের তিন দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি কমতে পারে জানা যাচ্ছে।

অপরদিকে, মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই মোটামুটি শুকনো থাকবে। এই সময়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। বুধবার নাগাদ উপকূলের জেলাগুলিকে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্দের জেলাগুলিতে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে মনে করছে হাওয়া অফিস। তবে তারপরের দুদিন তাপমাত্রার সেরকম পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

আগামীকালের আবহাওয়া : উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া আপাতত শুকনো থাকবে। তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে বেশি। তবে ১৭ জানুয়ারি মঙ্গলবার রাতে কিংবা ১৮ জানুয়ারি বুধবার সকালের দিকে উপকূলের কাছাকাছি থাকা জেলা, যেমন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হাল্কা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Sudipto

সম্পর্কিত খবর