রাজ্য জুড়ে চলছে শীতের দাপট! কনকনে ঠান্ডায় কাঁপছে বাংলার ৬ জেলা, আজকের ওয়েদার আপডেট

বাংলাহান্ট ডেস্ক : শীতের আমেজ বাড়ছে রাজ্যজুড়েও। ঠান্ডায় কাঁপছে রাজ্যের একাধিক জেলাও। আজ বাঁকুড়া জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করছে। গত কয়েকদিন আগেও যে ঠান্ডা উধাও হয়ে গিয়েছিল হঠাৎ ফিরে এসেছে সেই ঠান্ডার অনুভূতি। পর্যটন কেন্দ্রগুলিতে এই ঠান্ডা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন ভ্রমণ পিপাসুরা।

এক নজরে আজকের আবহাওয়া :

   

সর্বোচ্চ তাপমাত্রা : ১৮.৫°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৪.২° সেলসিয়াস
আর্দ্রতা : ৪৯%
বাতাস : ১২ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৪৩%

আজকের আবহাওয়া : আজ মরশুমের শীতলতম দিন শহর কলকাতায়। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ কাটতে না কাটতেই বাড়ছে শীতের কাঁপুনি। সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় ১ ডিগ্রির বেশি কমে গেল আজ। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : আগামী কয়েক দিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে এরকমই তাপমাত্রা থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের।এক নজরে দেখে নেয়া যাক উত্তরবঙ্গের কোথায় কেমন আবহাওয়া। দার্জিলিং জেলায় ৬.৮ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড হয়েছে।

কালিম্পং এর তাপমাত্রা ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়িতে এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২.১ ডিগ্রি সেলসিয়াস। ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে আজ সকালে বালুরঘাট এ। কোচবিহার জেলায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস বাগডোগরা আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গে পানাগড় ও শান্তিনিকেতনে ১০ ডিগ্রির নিচে নেমেছে পারদ। অর্থাৎ পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস-এর নিচে আজ সকালে রেকর্ড হয়েছে। দক্ষিণবঙ্গে পানাগড়ে রেকর্ড হয়েছে ৮.৬ ডিগ্রি সেলসিয়াস। বীরভূমের শান্তিনিকেতনে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াস।

আগামীকালের আবহাওয়া : আগামী সপ্তাহে আরও বাড়তে চলেছে ঠান্ডার দাপট। ঘন কুয়াশায় মুখ ঢাকবে শহরও। আগামী কয়েক দিন গোটা রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

ad2
Avatar
Sudipto

সম্পর্কিত খবর