ফের নিম্নচাপের ভ্রুকুটি! বাংলা থেকে কি উধাও হবে শীতের আমেজ? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?

বাংলাহান্ট ডেস্ক : শীত পড়তে না পড়তেই আবারও হাজির নিম্নচাপ। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ ঘণীভূত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল ও তামিলনাড়ুর উত্তর উপকূল পর্যন্ত বিস্তৃত হবে এই নিম্নচাপ অক্ষরেখা। নভেম্বরের মাঝামাঝিতে এবার কলকাতা ও সংলগ্ন এলাকায় পারদ নামতে শুরু করেছে। এমনকী বাংলার বিভিন্ন জায়গাতেও তাপমাত্রা কমছে। তবে আপাতত নিম্নচাপের জেরে তাপমাত্রা আবারও বাড়তে পারে আগামী কয়েকদিনে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) সুত্রে খবর, নিম্নচাপের জেরে আপাতত বাংলায় বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। তবে শীতের আমেজে বাধা দেবে এই নিম্নচাপ। নিম্নচাপের জেরে আগামী ২-৩ দিন কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা এখনই নেই।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ৩১.৯°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৪.৭° সেলসিয়াস
আর্দ্রতা : ৬৪%
বাতাস : ১৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭৮%

আজকের আবহাওয়া : হাওয়া অফিস সূত্রে খবর, জমাটি ঠান্ডার জন্য ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে শীতপ্রেমীদের। গতকাল থেকে সামান্য বেড়েছে কলকাতার তাপমাত্রা। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : প্রাথমিকভাবে আবহাওয়াবিদরা মনে করছেন, ১৫ ডিসেম্বর থেকে কলকাতায় জাঁকিয়ে পড়তে পারে শীত। তবে আজ সোমবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়। এর জেরে শীত কিছুটা কম অনুভীত হতে পারে আজ। পরে অবশ্য আগামী সপ্তাহে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে দক্ষিণবঙ্গে। অন্যদিকে শীতের আমেজ আরও বাড়বে পশ্চিমের জেলাগুলিতেও। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমেও তাপমাত্রা অন্যান্য জেলার তুলনায় কম থাকবে।

আগামীকালের আবহাওয়া : পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপমাত্রা অন্যান্য জেলার থেকে তুলনায় অনেকটা কম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে।


Sudipto

সম্পর্কিত খবর