বাংলা হান্ট ডেস্ক : সকালে থেকে কোনও কোনও জায়গায় মুখ ঢেকেছে সামান্য কুয়াশায়। তবে বেলা বাড়তেই পরিস্কার আকাশ। কলকাতা-সহ গোটা বাংলার ন্যূনতম তাপমাত্রার কোনও পরিবর্তনআপাতত হবে না।। তবে আগামী ৪ দিনের মধ্যে হালকা বদলাবে আবহাওয়ার চিত্র। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ২০.৭°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৬৭.১° সেলসিয়াস
আর্দ্রতা : ৬১%
বাতাস : ১১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৫৯%
আজকের আবহাওয়া : কলকাতা ও তার আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকলেও সকালের দিকে কুয়াশা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। শুক্রবার যা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সকালের শুধুমাত্র দার্জিলিং জেলার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে। আগামী ৪৮ ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আজ থেকেই পাহাড়ের জেলাগুলির তাপমাত্রা ২-৩ সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে।
অপরদিকে দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়াও শুকনো থাকবে। আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আগামী চার দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিনা আলিপুর আবহাওয়া দফতর।
- আগামীকালের আবহাওয়া : আগামী ২৪ ঘণ্টায় বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে। যার জেরে হুহু করে জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গে। বড়দিনের পরও বাড়বে তাপমাত্রা। কমবে শীতের প্রকোপ। স্বাভাবিকের ওপরেই থাকবে দিন ও রাতের তাপমাত্রা।