বাংলা হান্ট ডেস্ক : প্রায় প্রতিদিনই বাড়ছে তাপমাত্রার পারদ। জলীয় বাষ্প বেশি থাকায় রাজ্যের বেশ কিছু জায়গা যেমন হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর-সহ বেশ কয়েকটি জেলায় ভোরের দিকে আংশিক মেঘলা আকাশ (Weather Report) দেখতে পাওয়া যাচ্ছে। সকালের দিকে কোনও কোনো জায়গায় কুয়াশাও দেখা গিয়েছে। বেলা বাড়লে আকাশ পরিষ্কার হওয়ার সঙ্গে অস্বস্তি বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩২.৯°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৩.৭° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৬%
বাতাস : ১২ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮৯%
আজকের আবহাওয়া : কলকাতা ও আশপাশের এলাকায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। অপরদিকে জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলা আপেক্ষিক আর্দ্রতা ৫৩ শতাংশের কাছাকাছি থাকবে। আপেক্ষিক আর্দ্রতা বেড়ে ৬৯ শতাংশে হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের আবহাওয়া : আগামী সোমবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ের বাকি জেলার আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে দিন কিংবা রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। তবে তা স্বাভাবিকের থেকে ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস ওপরে থাকবে বলে জানা যাচ্ছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া : গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলারই আবহাওয়া শুকনো থাকবে। আগামী কয়েকদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিন কিংবা রাতের তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা।
আগামীকালের আবহাওয়া : আবহাওয়া দফতর জানিয়েছে, ধীরে ধীরে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। হালকা মেঘাচ্ছন্ন আকাশ জেলার বেশ কিছু জায়গায় লক্ষ করা গেলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। পশ্চিমবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে।