নিম্নচাপের প্রভাব কেটে গেলেই বাড়বে তাপমাত্রার পারদ! কেমন থাকবে আগামী ২৪ ঘন্টায় রাজ্যের আবহাওয়া?

বাংলাহান্ট ডেস্ক : বৃহস্পতিবারের তুলনায় তাপমাত্রা অনেকটাই হ্রাস পাবে শহর কলকাতার। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, আপাতত তাপমাত্রা খুব বেশি হ্রাস পাবে না। বরং পরের সপ্তাহের শুরুর দিকে তাপমাত্রা বেশ কিছুটা বৃদ্ধির সম্ভাবনাই রয়েছে। হিমালয়ের পাদদেশ সংলগ্ন উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ঘন কুয়াশা দেখা দিতে পারে বলে জানা যাচ্ছে।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ২৩.৬°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৮.৭° সেলসিয়াস
আর্দ্রতা : ৫১%
বাতাস : ১৪ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৫২%

আজকের আবহাওয়া : আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বুধবার যা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৬ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১০ ডিসেম্বর শনিবার সকালের মধ্যে আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে।

শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়ারও তেমন কোনও পরিবর্তন হবে না। উত্তরবঙ্গের মতোই আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে।

আগামীকালের আবহাওয়া : রাজ্যে আবারও ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। হাওয়া অফিস জানাচ্ছে, এই নিম্নচাপের জেরে বাংলায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কোনও কোনও জায়গায় মেঘলা আকাশ দেখা যাবে। যার জেরে সাময়িকভাবে বাড়বে রাতের তাপমাত্রা।


Sudipto

সম্পর্কিত খবর