জেনে নিন নতুন মাসের শুরুতে কেমন থাকবে আগামীকালের আবহাওয়া, কি জানাল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ উত্তরবঙ্গে চলছে ভারী বর্ষণ, কিন্তু দক্ষিণের আবহাওয়ায় (Weather) বৃষ্টির দেখা নেই। এরই মাঝে কেমন থাকবে আগামীকালের আবহাওয়া (weather tomorrow ? নতুন মাসের শুরুতে কেমন থাকবে বাংলার আকাশ? জেনে নিন।

শহরের তাপমাত্রা কেমন থাকবে?
আগামীকাল অর্থাৎ শনিবার কলকাতা (Kolkata) শহরের তাপমাত্রা থাকবে সর্বচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে। আগামীকালের শহরের আকাশ মূলত আবছাই থাকবে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

8f80c b68f97ca39 long

দক্ষিণের আবহাওয়া
আগস্টের প্রথম সপ্তাহে প্রবল বর্ষণের মুখোমুখি হবে দক্ষিণবঙ্গ। আগস্টের শুরুতেই বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আসন্ন। আর এই নিম্নচাপের প্রভাব পড়বে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে। যার ফলে দক্ষিণে বৃষ্টির পরিমাণ বাড়বে। সেইসঙ্গে নিম্নচাপের ফলে প্রবল বৃষ্টিপাত হওয়ায় বিভিন্ন এলাকার বাঁধ খুলে দেওয়া যেতে পারে।

উত্তরের সতর্কতা
উত্তরবঙ্গে জারী রয়েছে ভারী বৃষ্টিপাত। মৌসুমি বায়ু হিমালয়ের পাদদেশে অবস্থানের ফলে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং-এলাকা সম্মুখীন হবে ঘোর বর্ষার। লাগাতার বৃষ্টির ফলে পাহাড়ী এলাকায় ধস এবং সেইসঙ্গে নদীর জলস্তর বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

rainfall2 630x420 1

ক্রমাগত বৃষ্টির ফলে উত্তরে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। জনজীবনকে সতর্ক করতে জারী করা হয়েছে হলুদ সতর্কতা।


Smita Hari

সম্পর্কিত খবর