Bangla Hunt Desk: আগামিকালের আবহাওয়ার (weather tomorrow) পূর্বাভাস জানাচ্ছে, ঘনীভূত নিম্নচাপের জেরে বাংলার বিভিন্ন জায়গায় রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই রবিবার সকাল থেকে আকাশে মুখ ভার। কলকাতার বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে।
আবহাওয়াবিদদের ধারণ, আগামীকালও এরকমই আবহাওয়া বিরাজ করবে। বৃষ্টিতে সাময়িক বিরতি ঘটলেও, সপ্তাহের শেষে আবারও ফিরে আসছে বর্ষার কালো মেঘ। আবারও প্রবল বর্ষণে ভিজবে বাংলার দক্ষিণবঙ্গ।
আগামীকালের তাপমাত্রা
আগামী কাল শহরের তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে। আগামীকাল বাংলার বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুতসহ ঝড়ের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। তবে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে বেশিরভাগ সময়।
সূর্যোদয়/ সূর্যাস্ত
সকাল ৫ টা বেজে ১২ মিনিটে সূর্যোদয় হয়ে ৬ টা বেজে ১২ মিনিট অবধি আকাশে বিরাজ করবে।
চন্দ্রোদয়/ চন্দ্রাস্ত
রাত ১০ টা বেজে ২৮ মিনিটে চন্দ্রোদয় হয়ে পররে দিন সকাল ১১ টা বেজে ২৮ মিনিট অবধি থাকছে।
ঝড় বৃষ্টির সম্ভাবনা
সকালের দিকে এবং রাতের দিকে ঘণ্টায় ১৭ কিমি বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। সেইসঙ্গে বৃষ্টি এবং বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে।
সকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ৫১% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ৬০%।
বিকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ২৫% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ২৪%।