বাংলাহান্ট ডেস্কঃ আগামীকালের আবহাওয়া (weather tomorrow) রিপোর্ট বলছে, বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও আকাশ মেঘে ঢাকা থাকবে। বিগত কয়েকদিন ধরে বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম আবহাওয়া বিরাজ করছে। কোথাও রোদেলা আকাশ, ঘেমে নেয়ে অস্থির মানুষজন। তো কোথাও আবার, অতি বৃষ্টির জেরে বজ্রাঘাতে প্রাণ হারাচ্ছেন অনেকেই।
বাংলার উত্তরের আকাশে চলছে প্রবল বৃষ্টিপাত, চলবে শনিবার অবধি। অতি বৃষ্টির ফলে ইতিমধ্যেই জলমগ্ন হয়েছে বিভিন্ন এলাকা, জারী হয়েছে সতর্কতা। তবে দক্ষিণের আবহাওয়ায় সেভাবে বৃষ্টির দেখা নেই। মাঝে মধ্যে কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির দেখা মিলছে।
আগামীকালের তাপমাত্রা
আগামী কাল শহরের তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে। আগামীকাল সকালের এবং রাতের দিকে বেশ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে একবার বজ্র বিদ্যুতসহ ঝড়ের পূর্বাভাস।
সূর্যোদয়/ সূর্যাস্ত
সকাল ৫ টা বেজে ২২ মিনিটে সূর্যোদয় হয়ে বিকাল ৫ টা বেজে ৪৫ মিনিট অবধি আকাশে বিরাজ করবে।
চন্দ্রোদয়/ চন্দ্রাস্ত
রাত ১১ টা বেজে ২ মিনিটে চন্দ্রোদয় হয়ে পররে দিন দুপুর ১২ টা বেজে ৫৩ মিনিট অবধি থাকছে।
ঝড় বৃষ্টির সম্ভাবনা
সকালের দিকে এবং রাতের দিকে ঘণ্টায় ১৫-১৩ কিমি বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। তবে বজ্রপাত এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা বাংলা জুড়েই বিক্ষিপ্তভাবে।
সকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ৪০% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ৬০%।
বিকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ৫১% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ৬০%।