উত্তরবঙ্গের ভারী বৃষ্টিপাতের মধ্যে জেনে নিন কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

বাংলাহান্ট ডেস্কঃ আগামীকালের আবহাওয়ার (weather tomorrow) পূর্বাভাস বলছে শুক্রবার শনিবার প্রবল বৃষ্টিপাত জারী থাকলেও, রবিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে রয়েছে বৃষ্টির আশঙ্কা।

Weather pic 1910110609

আগামীকালের তাপমাত্রা
আগামী কাল শহরের তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে আবহাওয়া দফতর জানাচ্ছে, বেলা বাড়ার সাথে সাথে বেশ কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুত সহ ঝড়ের আশঙ্কা রয়েছে।

north bengal flood 1200

উত্তরের পরিস্থিতি
উত্তরবঙ্গের জেলাগুলিতে অতিরিক্ত বৃষ্টির ফলে নদী উপছে বন্যা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। ভূমি ধ্বসেরও আভাষ দিচ্ছে আবহাওয়াবিদরা। চলছে সতর্কতা জারী। মৌসুমি বায়ু হিমালয়ের পাদদেশে অবস্থানের ফলে এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।

3abac9a9e9a184dde76e1a90cb82b251

দক্ষিণের আবহাওয়া
দক্ষিণের ক্ষেত্রে হাওয়া অফিস জানিয়েছে, আগস্টের প্রথম সপ্তাহ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ফলে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে বাড়বে বৃষ্টির পরিমাণ।


Smita Hari

সম্পর্কিত খবর