বাংলাহান্ট ডেস্কঃ আগামীকালের আবহাওয়ার রিপোর্ট (weather tomorrow) জানাচ্ছে, সহজে কমবে না এই বৃষ্টি। আগস্ট মাস টানা চলবে বৃষ্টির মেজাজ। ২৩ শে আগস্ট আরও একটি নিম্নচাপ সংগঠিত হতে চলেছে বঙ্গোপসাগরে। নিম্নচাপ এবং মৌসুমি অক্ষরেখা একই সঙ্গে মিলিত হওয়ায় বাংলার দক্ষিণে ঘটবে প্রবল বৃষ্টিপাত।
টানা বৃষ্টির ফলে চারপাশের পরিবেশ বেশ ঠাণ্ডা অনুভূত হচ্ছে। তাপমাত্রার পারদও নেমেছে বেশ কিছুটা। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপ শক্তি বাড়িয়ে ধেয়ে আসবে বঙ্গের দিকে। উত্তাল হবে সমুদ্র, মৎস্যজীবীদের জন্য জারী করা হয়েছে সতর্কবার্তা।
আগামীকালের তাপমাত্রা
আগামী কাল শহরের তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে। আগামীকাল বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি সেইসঙ্গে বজ্র বিদ্যুতসহ ঝড়ের পূর্ভাবাস দিচ্ছে আবহাওবিদরা।
প্রবল বর্ষণের ফলে কলকাতার বেশ কিছু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। তবে নিম্নচাপ যদি সরেও যায়, বৃষ্টি কিন্তু জারী থাকবে।
সূর্যোদয়/ সূর্যাস্ত
সকাল ৫ টা বেজে ১৬ মিনিটে সূর্যোদয় হয়ে ৬ টা বেজে ০২ মিনিট অবধি আকাশে বিরাজ করবে।
চন্দ্রোদয়/ চন্দ্রাস্ত
সকাল ৮ টা বেজে ২০ মিনিটে চন্দ্রোদয় হয়ে রাত ৮ টা বেজে ৪১ মিনিট অবধি থাকছে।
ঝড় বৃষ্টির সম্ভাবনা
সকালের দিকে এবং রাতের দিকে ঘণ্টায় ১৫-১৩ কিমি বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। সেইসঙ্গে দিনভোর বৃষ্টি এবং বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে।
সকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ৬৫% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ৬০%।
বিকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ৫৮% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ৬৩%।