নতুন করে তৈরি হওয়া নিম্নচাপের মধ্যে জেনে নিন কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

বাংলাহান্ট ডেস্কঃ বিগত কয়েকদিন ধরেই লাগাতার ভারী বর্ষণ হয়ে চলেছে। আগামীকালের আবহাওয়ার (weather tomorrow) রিপোর্ট জানাচ্ছে, আবারও নিম্নচাপের জেরে প্রবল বর্ষণের সম্মুখীন হতে চলেছে বাংলার দক্ষিণবঙ্গ। বিভিন্ন জায়গায় জলমগ্ন হওয়ার আশঙ্কাও রয়েছে। বুধবারও বাড়বে বৃষ্টির পরিমাণ।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার এবং সোমবার বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ সংঠিত হওয়ার সম্ভাবনা। সেইসঙ্গে দক্ষিণবঙ্গের উপর বিরাজ করছে মৌসুমি অক্ষরেখাও। তাই সবমিলিয়ে বাংলার দক্ষিণে বুধবার অবধি জারী থাকবে ভারী বৃষ্টিপাত। সমুদ্রে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কায়, মৎস্যজীবীদের সমুদ্র যাত্রায় নিষেধ করা হয়েছে। জারী হয়েছে কমলা সতর্কতা।

rain 20190225023547

আগামীকালের তাপমাত্রা
আগামী কাল শহরের তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে। আগামীকাল সংগঠিত নতুন নিম্নচাপের জেরে বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি সেইসঙ্গে বজ্র বিদ্যুতসহ ঝড়ের পূর্ভাবাস দিচ্ছে আবহাওবিদরা।

সূর্যোদয়/ সূর্যাস্ত
সকাল ৫ টা বেজে ১৭ মিনিটে সূর্যোদয় হয়ে ৬ টা বেজে ০১ মিনিট অবধি আকাশে বিরাজ করবে।

চন্দ্রোদয়/ চন্দ্রাস্ত
সকাল ১০ টা বেজে ২৫ মিনিটে চন্দ্রোদয় হয়ে রাত ১০ টা বেজে ০৫ মিনিট অবধি থাকছে।

rain 5 1

ঝড় বৃষ্টির সম্ভাবনা
সকালের দিকে এবং রাতের দিকে ঘণ্টায় ১৫ কিমি বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। সেইসঙ্গে দিনভোর বৃষ্টি এবং বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে।

সকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ৬৩% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ৬৩%।

বিকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ৭৬% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ৬০%।


Smita Hari

সম্পর্কিত খবর