বাংলাহান্ট ডেস্কঃ আগামীকালের আবহাওয়ার (weather tomorrow) আপডেট থেকে জানা যাচ্ছে, বেশকিছু এলাকায় রয়েছে ভারি বর্ষণের পূর্বাভাস। বঙ্গোপসাগরের সংগঠিত নিম্নচাপ এবং মৌসুমি অক্ষরেখার সঠিক অবস্থা, এই দুইয়ের সংমিশ্রণে বাংলার বেশকিছু এলাকায় প্রবল বর্ষণের আশঙ্কা।
আগামীকালের তাপমাত্রা
আগামী কাল শহরের তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে। বুধবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। তবে বৃহস্পতিবার সকালের বজ্র বিদ্যুত বৃষ্টিসহ ঝড়ের দেখা মিললেও, বেলার দিকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।
সেইসঙ্গে বাংলার বেশকিছু জেলায় রয়েছে ভারী বৃষ্টির আভাষ। দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, বীরভূম, পূর্বমেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সূর্যোদয়/ সূর্যাস্ত
সকাল ৫ টা বেজে ১৮ মিনিটে সূর্যোদয় হয়ে ৫ টা ৫৮ মিনিট অবধি আকাশে বিরাজ করবে।
চন্দ্রোদয়/ চন্দ্রাস্ত
দুপুর ১ টা বেজে ৩১ মিনিটে চন্দ্রোদয় হয়ে রাত ১২ টা বেজে ৩১ মিনিট অবধি থাকছে।
ঝড় বৃষ্টির সম্ভাবনা
সকালের দিকে এবং রাতের দিকে ঘণ্টায় ১৯-১৫ কিমি বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। সেইসঙ্গে দিনভোর বৃষ্টি এবং বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে।
সকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ৬২% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ৬০%।
বিকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ২৫% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ২৪%।