তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বাড়ছে বৃষ্টির আশঙ্কাও, দেখে নিন কি বলছে আগামীকালের আবহাওয়ার রিপোর্ট

বাংলাহান্ট ডেস্কঃ ধীরে ধীরে বদল ঘটছে আবহাওয়ার (weather)। কখনও রোদেলা আকাশ, আবার কখনও কালো মেঘ। তবে আগামীকালের আবহাওয়ার (weather tomorrow) রিপোর্ট বলছে, রাতের দিকে রয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাস। মৌসুমি অক্ষরেখা দক্ষিণের আকাশে ঝুঁকলেও, বাংলার দক্ষিণেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

আগামীকালের তাপমাত্রা
আগামী কাল শহরের তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে। আগামীকাল সকালের দিকে তাপমাত্রার পারদ বেশ চড়া থাকবে। সেইসঙ্গে মূলত মেঘলা আকাশ দেখা যাবে, কিন্তু রাতের দিকে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস।

20200715 124321 1 সূর্যোদয়/ সূর্যাস্ত
সকাল ৫ টা বেজে ১৯ মিনিটে সূর্যোদয় হয়ে ৫ টা ৫৪ মিনিট অবধি আকাশে বিরাজ করবে।

চন্দ্রোদয়/ চন্দ্রাস্ত
বিকেল ৪ টা বেজে ৫৯ মিনিটে চন্দ্রোদয় হয়ে ভোর ৪ টা বেজে ১৬ মিনিট অবধি থাকছে।

ঝড় বৃষ্টির সম্ভাবনা
সকালের দিকে এবং রাতের দিকে ঘণ্টায় ১৩-১১ কিমি বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। তবে বজ্রপাত এবং বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে।

সকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ২৫% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ২৪%।

বিকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ৫৬% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ৯০%।

0000 2 1024x632 3

বাংলার আবহাওয়ার পরিস্থিতি
উত্তরবঙ্গে আগাম বৃষ্টির আভাস জারী করেছে আবহাওয়া দফতর। পাশপাশি রবিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। সেইসঙ্গে পরবর্তীতে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়ায়ও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা।


Smita Hari

সম্পর্কিত খবর