বৃষ্টিপাতের বিষয়ে কি আপডেট থাকছে আগামীকালের আবহাওয়ায়, দেখে নিন এক নজরে

বাংলাহান্ট ডেস্কঃ আগামীকালের আবহাওয়ার (weather tomorrow) রিপোর্ট থেকে জানা যাচ্ছে, গোটা বাংলা জুড়েই রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। কোথাও কম আবার কোথাও বেশি, সব মিলিয়ে বেশ কয়েকদিন পর আবারও বাংলার বিভিন্ন এলাকায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টিপাত। তবে বৃষ্টি হলেও, বাতাসে আদ্রতার পরিমাণ কমবে বলে মনে করছেন না আবহাওয়া দফতর।

আগামীকালের তাপমাত্রা
আগামী কাল শহরের তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে। আগামীকাল সকালের সঙ্গে সঙ্গে রাতেও বেশ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

rain 18

সূর্যোদয়/ সূর্যাস্ত
সকাল ৫ টা বেজে ২১ মিনিটে সূর্যোদয় হয়ে বিকাল ৫ টা বেজে ৪৯ মিনিট অবধি আকাশে বিরাজ করবে।

চন্দ্রোদয়/ চন্দ্রাস্ত
রাত ৮ টা বেজে ২৭ মিনিটে চন্দ্রোদয় হয়ে পররে দিন সকাল ৯ টা বেজে ২১ মিনিট অবধি থাকছে।

ঝড় বৃষ্টির সম্ভাবনা
সকালের দিকে এবং রাতের দিকে ঘণ্টায় ২০-১৭ কিমি বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। তবে বজ্রপাত এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা বাংলা জুড়েই বিক্ষিপ্তভাবে। তারই মাঝে বইবে আবার দমকা হাওয়াও।

rain 5 1

সকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ৪০% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ৬০%।

বিকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ৪০% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ৬০%।

Rain in Karnataka website 1

উত্তরে প্রবল বৃষ্টির পূর্বাভাস
আগামী ২৪ ঘণ্টার মধ্যে মৌসুমী অক্ষরেখা বেশ কিছুটা উত্তরের দিকে সরবে। যার জেরে উত্তরবঙ্গ তো বটেই, তার সাথে সাথে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিও প্রবল বৃষ্টিপাতের সম্মুখীন হবে। সেইসঙ্গে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বৃদ্ধি পাবার আশঙ্কা করা হচ্ছে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর