বাংলাহান্ট ডেস্ক, আবহাওয়ার খবর : এই মুহুর্তে উড়িষ্যা ও ঝাড়খণ্ড রাজ্যের ওপর সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। যার জেরে ঐ রাজ্যে বৃষ্টি হলেও আপাতত ২৪ ঘন্টা রাজ্যের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বুধবার থেকে ভিজতে পারে শহর কলকাতা সহ দক্ষিণ এর জেলাগুলি।
সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ সকালের দিকে শহরের আকাশে কখন রোদ তো কখনও মেঘ বিরাজ করছে। তবে বেলার দিকে বেশ কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেশির ভাগ এলাকায় মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপর সুস্পষ্ট নিম্নচাপটি সরে গিয়ে অবস্থান করছে উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডের ওপর। আবার অন্যদিকে উত্তর বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। যার জেরে বুধবার থেকে রাজ্যে বৃষ্টির আভাস দিচ্ছে আবহাওয়াবিদরা।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি জেলায় কিছুক্ষণের মধ্যেই প্রবল বৃষ্টিপাত আসন্ন। সেইসঙ্গে থাকবে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া, জানাচ্ছে হাওয়া অফিস।
উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ার ফলে, সমুদ্রে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে। তাই সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষদের জন্য সতর্কবার্তা জারী করা হয়েছে। সেইসঙ্গে মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে মাছ ধরতে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।