তৈরি হচ্ছে নিম্নচাপ! আজ কোন কোন জেলা ভিজবে বৃষ্টিতে ? কী বলছে আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্ক : আপাতত ভারী বৃষ্টির (rain) পূর্বাভাস না থাকলেও আগামী সপ্তাহের প্রথম দিকেই বঙ্গোপসাগরে (Bay of Bengal) ঘূর্ণাবর্ত এবং তার জেরে নিম্নচাপ (Low Pressure area) তৈরির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এই নিম্নচাপের প্রভাব পড়তে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও। আপাতত উত্তরবঙ্গ (North Bengal) ও দক্ষিণবঙ্গের (South Bengal) সব জেলাগুলিতেই বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। তার থেকে অস্বস্তিও বাড়বে বলে আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাসে বলা হয়েছে।

এক নজরে আজকের আবহাওয়া :

   

সর্বোচ্চ তাপমাত্রা : ৩২.৯° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৩.৭° সেলসিয়াস
আর্দ্রতা : ৯৪%
বাতাস : ১৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৯১%

আজকের আবহাওয়া : আবহাওয়া দফতরের পূর্বাভাস থেকে জানা যাচ্ছে আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও তার আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুত সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : রবিবার সকালের মধ্যে আপাতত কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে হাল্কা থেকে মাধারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি চার জেলা কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদগ জেলার কোনও কোনও জায়গায় হাল্কার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি মৌসম ভবনের তরফ থেকে। সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে।

আগামীকালের আবহাওয়া : আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে দক্ষিণবঙ্গে৷ তবে হালকা থেকে মাঝারী বৃষ্টি চলতেই থাকবে। বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হলে তার প্রভাব পড়বে দক্ষিণবঙ্গে। এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর