৫ জেলাতে তান্ডব চালাবে বর্ষা, আবহাওয়া দপ্তর জারি করল লাল সতর্কতা

বাংলাহান্ট ডেস্কঃ গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজও দক্ষিণ এর জেলা গুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকলেও প্রবল বৃষ্টিতে ভাসবে উত্তরের জেলে গুলি, এমনটাই জানাল হাওয়া অফিস।

254877 rainy1cccccccccccccccccc

কোন কোন জেলায় লাল সতর্কতা
আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে, আগামী ২০ জুন পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার এই পাঁচটি জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে শনিবার পর্যন্ত লাল সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর।

65017 heavy rain

শহর কলকাতা
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি হবে। হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতায়  সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।  এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস।  যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ।

raingauhatiplays 1587449787 630x420 1
তৈরি হচ্ছে নিম্নচাপ
আগামী ১৯ শে জুন বঙ্গোপসাগরের এক নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁর প্রাক প্রস্তুতি শুরু হয়ে যাবে বৃহস্পতিবার থেকেই, এমনটা মনে করছেন আবহাওয়াবিদরা।

rain 8

ফিরছেন মৎস্যজীবিরা
বিগত কয়েকদিন ধরেই আবহাওয়ার বেশ খামখেয়ালিপনা দেখছে গোটা বঙ্গ। কখনও হালকা বৃষ্টি, তো আবার কখনও অতি ভারী বৃষ্টি। এরই মধ্যে মরসুমের মাছ ইলিশ ধরতে গিয়েও ফিরে আসতে হচ্ছে মৎস্যজীবীদের।১৫ ই জুন থেকে এক এক করে ইলিশের উদ্যেশ্যে পাড়ি দেওয়া দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রায় ৩ হাজার ট্রলার উপকূলে ফিরতে শুরু করে দিয়েছে। গত বুধবার সকাল থেকেই গভীর সমুদ্রে শুরু হয়েছে উত্তাল ঢেউ সঙ্গে, এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়া। মাছ ধরতে গিয়ে যাতে ভয়াবহ বিপদের সম্মুখীন না হতে হয় মৎস্যজীবীদের, সেই কারণে তাঁদের ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর