বঙ্গোপসাগরে নিম্নচাপ! কলকাতায় বৃষ্টি শুরু আজ রাত থেকেই, ভিজবে পাহাড়ও: আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্ক : দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে একটি ঘূর্ণাবর্তের। তারই সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখাও। আর প্রভাবেই কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতেও। এর ফলে কিছুটা হলেও বৃষ্টির ঘাটতি মিটবে বলে মনে করছে আবহবিদ মহল। জুন, জুলাই দুই মাসেই তেমন বর্ষার দাক্ষিণ্য পায়নি দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গে (North Bengal) প্রবল বৃষ্টি হলেও রয়েছে বর্ষার ব্যাপক ঘাটতি।

একনজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ৩৩.২° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৬.৪° সেলসিয়াস
আর্দ্রতা : ৮২%
বাতাস :  ১১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬৭%

আজকের আবহাওয়া : আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় নামবে বৃষ্টি। এমনই পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। এর জেরেই তাপমাত্রার সামান্য হেরফের হতে পারে বলে জানা যাচ্ছে। তবে সকাল থেকেই থাকবে রোদ ঝলমলে আকাশ। তারই সঙ্গে গুমোট গরম তো চিরসখা। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ থাকতে পারে বলে জানা যাচ্ছে। শনিবার ভারী বর্ষণ হলেও অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : বর্ষার শুরু থেকেই প্রবল বর্ষণে ভেসেছে উত্তরবঙ্গের জেলাগুলি। একাধিক জায়গায় জমে গিয়েছিল জল। পাহাড়ি জেলাগুলিতে আশঙ্কা ছিল ভূমিধ্বসের। তারপর আবার উল্টো পথে বইতে শুরু করেছিল উত্তরবঙ্গের আবহাওয়া। প্রবল গরম দেখা গিয়েছে সেখানে শিলিগুড়ি সহ একজন পার্বত্য জেলায়। রবিবার থেকে আবারও বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই
ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

অপরদিকে ঘূর্ণাবর্ত আর মৌসুমী অক্ষরেখার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার পর্যন্ত মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টি শুরু হবে রবিবার থেকেই। শনিবারও দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এই বৃষ্টিতে কিছুটা হলেও মুক্তি মিলবে ভ্যাপসা গরম থেকে।

আগামীকালের আবহাওয়া : অবশেষে বর্ষার বৃষ্টি নামতে চলছে শহর কলকাতায়। আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। একই সঙ্গে বৃষ্টি বাড়বে উত্তরের জেলাগুলিতেও। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর