বাংলাহান্ট ডেস্কঃ আমফানের ক্ষতি এখনো কাটিয়ে ওঠেনি বাংলা। এরই মধ্যে দেশের পশ্চিম প্রান্তে বড় সড় ঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। গুজরাটের দ্বারকা ও পাশের অঞ্চলগুলিতে বিশাল শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে চলেছে হাইকা।
ঝড়টি 1 জুন থেকে 3 জুন এর মধ্যে উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে। প্রশাসন বর্তমানে আরব সাগরের গভীর নিম্নচাপের কারণে গুজরাটে সতর্কতা জারি করেছে। প্রতি ঘন্টায় 120 কিলোমিটার বেগে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় হাইকা, জানা যাচ্ছে আবহাওয়া বিভাগের তথ্য থেকে।
পাশাপাশি, আগামী ৫ দিনের কলকাতায় রয়েছে ঝড়ের পূর্বাভাস। আবহাওয়া দপ্তর স্পষ্ট করে জানাল,
• ১জুন, সোমবার ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে।
• মঙ্গলবার ৪০থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝড় বইতে পারে
• ৪জুন পর্যন্ত ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। সঙ্গে থাকবে বৃষ্টি।
মৌসম ভবন জানিয়েছে, এবারে বর্ষা ঢুকবে সঠিক সময়ে। দক্ষিণ -পশিম মৌসুমী বায়ুর প্রভাবে এবছর বর্ষা জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে বর্ষার আগমন ঘটবে। স্বাভাবিক সময়েই হবে এই বৃষ্টি। এতে করে কৃষি কাজেও খুব একটা সমস্যা সৃষ্টি হবে না। কৃষকদের জন্যও এল সুখবর। এর পাশাপাশি জুনের প্রথমেই কেরালায় বর্ষা প্রবেশ করবে। এবং তারপর তা পানজিম, পুনে ও মুম্বই হয়ে রাজধানীতে প্রবেশ করবে।
যদিও এই সময়ের মধ্যে আমফানের ক্ষত সেরে উঠবে না ফলে বেশ কিছু অঞ্চল প্লাবিত হতে পারে। আবহাওয়া পূর্বাভাসে একটি বেসরকারী আবহাওয়া সংস্থা জানিয়েছে, লা নিনার অবস্থার কারণে চলতি মৌসুমে ভারতে একটি “অস্বাভাবিক ভেজা” এবং “স্বাভাবিকের চেয়ে উপরে” বর্ষা হবার সম্ভাবনা রয়েছে। আইবিএম উদ্যোগে আবহাওয়া সংস্থা জানিয়েছে, এবছর মৌসুমি বায়ু স্বাভাবিক আগমন তারিখের একদিন আগে 31 মে কেরালায় আঘাত হানতে পারে। যদি এই পূর্বাভাস সত্যি হয় তাহলে এবছর নিয়ে টানা দুবছরের ওপর বর্ষাকাল ভারতে “স্বাভাবিকের চেয়ে উপরে” থাকবে।