বাংলা হান্ট ডেস্ক : গুটি গুটি পায়ে দরজায় কড়া নাড়তে শুরু করেছে শীতের হিমেল হাওয়া। পুজো পার্বণের পালা চুকলেই হানা দেবে ঠাণ্ডা। তার আগেই রাজ্যের আবহাওয়া (Weather Update) নিয়ে এল বড় আপডেট। আলিপুর আবহাওয়া দফতর (Weather Office) সূত্রে খবর, আর কিছুদিন পর থেকেই তাপমাত্রা কমতে শুরু করবে ঠিকই, তবে সেটা ঠিক কবে তা এখনও স্পষ্ট নয়। তবে শীতের (Winter) আমেজ নিয়ে ইঙ্গিত করা হয়েছে
হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাস মিলেছে যে, এখনই জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েকদিনে তাপমাত্রা কমলেও রাজ্যে শীত এখনই ঢুকবেনা। যদিও এখন কলকাতা-সহ (Kolkata) দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় সকালে রোদের চড়া তাপ রয়েছে। তবে আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা।
ওদিকে আবহাওয়া দফতর (Weather Office) সূত্রে খবর, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। সপ্তাহের শেষে উত্তরের জেলাগুলিতেও হানা দিতে পারে বৃষ্টির ঝাপটা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে। আগামী ৭২ ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং সহ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন : ওটিপি-আঙুলের ছাপের ঝক্কি শেষ! রেশন বণ্টনে বিরাট পদক্ষেপ খাদ্য দফতরের
এদিকে দক্ষিণবঙ্গের কথা বললে কোথাও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে তো কোথাও আবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ইতিমধ্যেই এই বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে সংশ্লিষ্ট জেলাগুলিতে।
আরও পড়ুন : ট্রেনে মোবাইল-ল্যাপটপ নিয়ে যেতেও লাগবে পারমিশন! নয়া নিয়ম লাগু রেলের, না মানলেই বড় বিপদ
তবে আগামী সপ্তাহের শুরু থেকেই হাওয়া বদলাতে থাকবে। মেঘ কেটে বাড়বে শীতের আমেজ। উত্তুরে হিমেল হাওয়ার প্রবেশ হতে পারে রাজ্যে। হাওয়া অফিস বলছে, এখনই সোয়েটার বা করতে না হলেও ফ্যান বা এসির আর প্রয়োজন পড়বেনা। মঙ্গলবার থেকে জেলায় জেলায় বাড়বে শীতের অনুভূতি। তাপমাত্রার পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে আগামী সপ্তাহ থেকেই। অন্তত হাওয়া অফিসের এমনটাই ইঙ্গিত।