শেষ সপ্তাহে আবহাওয়ার তাণ্ডব! বৃষ্টি-ঝড়, শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার সতর্কতা, বাংলায় কী হবে? জানাল IMD

Published on:

Published on:

Weather Update at the end of the year the onslaught of winter storms and the misery of fog IMD warning
Follow

বাংলা হান্ট ডেস্ক: বছর শেষে আবহাওয়ার ফের ভোল বদল। কারণ, ডিসেম্বরের শেষ সপ্তাহে আবহাওয়া বিভাগ এক নতুন সর্তকতা জারি করেছে (Weather Update)। পূর্বাভাসে বলা হয়েছে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হতে চলেছে। যার ফলে একাধিক রাজ্যের আবহাওয়া আরও খারাপ হতে চলেছে বছর শেষে।

বছরের শেষে শীত-ঝড়ের দাপট, কুয়াশার ভোগান্তি- IMD সতর্কতা (Weather Update)

ইতিমধ্যে দেশজুড় একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। এর ফলে দেশের কিছু অংশে বৃষ্টিপাত শুরু হয়েছে (Weather Update) । অপরদিকে অন্যান্য অংশের অতিরিক্ত ঠান্ডা ও শৈত্য প্রবাহের পরিস্থিতি বজায় রয়েছে। তাছাড়া রাজধানীর দিল্লি- এনসিআর এর মাঝারি থেকে ঘন কুয়াশা ও তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আর এমনটাই রিপোর্ট দিল ভারতীয় আবহাওয়া বিভাগ অর্থাৎ IMD।

Weather Update at the end of the year the onslaught of winter storms and the misery of fog IMD warning

আরও পড়ুন: রেলের বড় ঘোষণা! শিয়ালদা ডিভিশনে প্রায় ১০০ লোকাল ট্রেনের সময় বদল, দেখুন নয়া সূচি

তবে নতুন বছর পড়ার আগে এই নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝ সক্রিয় হতে চলেছে। নতুন এই ঝঞ্জা, দিল্লি এনসিআর সহ সারা দেশের আবহাওয়ার পরিবর্তন ঘটাবে ও আগামী কয়েক দিন বেশ কিছু জায়গায় আবহাওয়ার তারতম্যের কারণে অসুবিধা সৃষ্টি করবে বলে আগাম সর্তকতা জারি করা হয়েছে। পাশাপাশি জম্মু-কাশ্মীরের ওপরে রয়েছে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা। যা উত্তর পশ্চিম ভারতে নতুন করে এই পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ৩০ ডিসেম্বর। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর-পশ্চিম শীতল হাওয়া ফের বাধাপ্রাপ্ত হবে। তাছাড়া আগামী সপ্তাহে কিছুটা হলেও আবহাওয়া ঊর্ধ্বমুখী হতে পারে।

পাশাপাশি, সাব ট্রপিক্যাল ওয়েষ্টার্লি জেট স্ট্রীম রয়েছে উত্তর পূর্ব ভারতে। উত্তরবঙ্গের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। গালফ অফ মানার এবং কোমোরিন এলাকায় রয়েছে আর  একটি ঘূর্ণাবর্ত। এছাড়া শৈত্য প্রবাহের সর্তকতা ও পরিস্থিতি জারি করা হয়েছে রাজধানী দিল্লি, পঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা এবং রাজস্থানে। পাশাপাশি ছত্রিশগড় এবং মধ্যপ্রদেশেও শৈত্য প্রবাহের পরিস্থিতি থাকবে।

এছাড়াও, আইএমডির পূর্বাভাস অনুযায়ী, উত্তরাঞ্চলীয় পাহাড়গুলিতে দুটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হয়েছে। যার মধ্যে প্রথমটি ২৮ ডিসেম্বর ও দ্বিতীয় টি ৩০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারির মধ্যে সক্রিয় হবে। এর ফলে জম্বু কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের উচ্চতর অঞ্চলে বৃষ্টিপাত ও তুষারপাতের সম্ভাবনা প্রবল রয়েছে। এর ফলে এই সময় যে সকল পর্যটকেরা সেখানে ঘুরতে যাবেন তারা তুষারপাত দেখার সুযোগ পাবেন। এছাড়াও উত্তর পাঞ্জাবের বেশ কিছু অংশে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বছর শেষের দিকে দক্ষিণ ভারতের বৃষ্টিপাতের প্রবল বৃদ্ধি হতে পারে বলে জানানো হয়েছে (Weather Update)।